শুক্রবার, ৩০ আগস্ট ২০১৯
প্রথম পাতা » চরফ্যাশন | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাশনে অটো বোরাকের ধাক্কায় শিশু নিহত।। লালমোহন বিডিনিউজ
চরফ্যাশনে অটো বোরাকের ধাক্কায় শিশু নিহত।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, চরফ্যাশন প্রতিনিধি : ভোলার চরফ্যাশনে অটো বোরাকের ধাক্কায় তানিশা (৭) নামের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩০আগস্ট) সকাল সোয়া ১০টার দিকে উপজেলার কাইমুদ্দির মোড় এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
নিহত তানিশা চরফ্যাশন পৌরসভা ৩নং ওয়ার্ডের ইউছুফের মেয়ে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, তানিশা সকালে মায়ের সাথে জনতা বাজার নানা বাড়ী যাওয়ার পথে কাইমুদ্দির মোড় এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুত গতিগামী একটি অটো বোরাক তাকে ধাক্কা দেয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সামসুল আরেফিন এ তথ্য নিশ্চিত করে বলেন, পুলিশ ঘাতক অটো বোরাকটি আটক করেছে। চালককে আটক করা যায়নি তবে চেষ্টা চলছে।