বৃহস্পতিবার, ২৯ আগস্ট ২০১৯
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » ‘রোহিঙ্গা ইস্যু নিয়ে ফায়দা লুটতে চায় বিএনপি’-ওবায়দুল কাদের।। লালমোহন বিডিনিউজ
‘রোহিঙ্গা ইস্যু নিয়ে ফায়দা লুটতে চায় বিএনপি’-ওবায়দুল কাদের।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : শেখ হাসিনার পররাষ্ট্রনীতির সাফল্যে বিএনপির গাত্রদাহ করছে, আর সে কারণে রাজনৈতিক ফায়দা তুলতে রোহিঙ্গা ইস্যু নিয়ে কথা বলছে বিএনপি, এমন মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার (২৯ আগষ্ট) দুপুরে বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন-বিএমএ আয়োজিত বিএমএ অডিটরিয়ামে শোক দিবসের আলোচনায় এসব কথা বলেন।
ওবায়দুল কাদের আরও বলেন, ‘একদিন দুইদিন গিয়ে ত্রাণ দেয়ার নামে ফটোসেশন করেছেন। কূটনৈতিকদের সাথে বৈঠকে তারা কখনও রোহিঙ্গাদের নিয়ে কথা বলেনি। কোন দিনও বলেনি রোহিঙ্গাদের ফেরত দিতে মিয়ানমারের ওপর আরও চাপ সৃষ্টি করুন।’
মন্ত্রী বলেন, যুদ্ধ করে রোহিঙ্গা ফেরত পাঠাতে চায়না বাংলাদেশ, সফল কূটনীতির মধ্য দিয়েই রোহিঙ্গা সমস্যার সমাধান করা হবে।
বিএনপি বাংলাদেশে প্রতিহিংসার রাজনীতি সৃষ্টি করেছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুর হত্যাকারীদের পূণর্বাসন করে পঁচাত্তরে যে দেয়াল তুলেছে বিএনপি, সেই দেয়াল আরও উঁচু হয়েছে ২১শে আগস্টের গ্রেনেড হামলায়।