বুধবার, ২৮ আগস্ট ২০১৯
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে জমি সংক্রান্ত বিরোধে হামলায় আহত -৩।। লালমোহন বিডিনিউজ
বোরহানউদ্দিনে জমি সংক্রান্ত বিরোধে হামলায় আহত -৩।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নের ১ নং ওয়ার্ডে লেদুর বাড়িতে জমি নিয়ে বিরোধে হামলায় সুলতান তালুকদারের ছেলে সফিজল (৫৫), সফিজলের স্ত্রী ছালমা বেগম (৩৫) ও সফিজলের ছেলে রুবেল (২০) আহত হয়েছে।
মঙ্গলবার (২৭ আগষ্ট) সকাল আনুমানিক ১০ টায় সফিজলের বসত ঘরের কাজ করার সময় হামলা চালায় তাদের প্রতিপক্ষ একই বাড়ির গঙ্গাপুরের নাম করা ডাকাত সিরাজ মাঝির বোনের জামাই নুরইসলাম গংরা।
আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি করেন।
আহত সফিজল জানায়, আমরা আমাদের বাড়িতে আমাদের জমিতে ঘর উত্তোলন করেছি , আমার ঘরের সামনে সিড়ির কাজ করার সময় নুরইসলাম গংরা আমাদের কাছে ডাকাত সিরাজ মাঝির আত্মিয় পরিচয় দিয়ে আমাদের কাছে জমি পাবে বলে আমাদেরকে পিটিয়ে গুরুতর আহত করে। এসময় আমাদের ঘরে থাকা নগদ ৫০ হাজার টাকা ও আমার ছেলে রুবেলের গলায় থাকা ৮ আনা র্স্বণের চেইন নিয়ে যায় এবং একটি মোবাইল নিয়ে যায় তারা যাহার মূল্য ৩০ হাজার টাকা।
অন্যদিকে নুরইসলাম গংরা জানায়, আমরা তাদের কাছে জমি পাবো, তাদের ৩ জন আহত হয়েছে , আমাদেরও ৩ জন আহত হয়েছে।