সোমবার, ২৬ আগস্ট ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে ফুটপাত দখমুক্ত করতে উচ্ছেদ অভিযান।। লালমোহন বিডিনিউজ
লালমোহনে ফুটপাত দখমুক্ত করতে উচ্ছেদ অভিযান।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমি।
সোমবার (২৬ আগস্ট) বেলা ১১টায় লালমোহন পৌর শহরের সদর রোডে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় অবৈধভাবে ফুটপাত দখলকারী, অবৈধ পার্কিং করে পথচারী চলাচলে বিঘ্নকারীদের আর্থিক জরিমানা করে উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসানের পরিচালনাধীন ভ্রাম্যমান আদালত।
উল্লেখ্য, সপ্তাহখানেক আগে ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। তখন সাত দিনের মধ্যে সকল অবৈধ স্থাপনা সরিয়ে নিতে সকলকে জানিয়ে দেয়া হয়। এরপরও অবৈধ স্থাপনা সরিয়ে না নেওয়ায় সোমবার পুনরায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমি।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খন্দকার মাহাবুবুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অপুর্ব দাস, পৌর কাউন্সিলর, পুলিশ প্রশাসন ও স্থানীয় গণমাধ্যম কর্মীগণ।