রবিবার, ২৫ আগস্ট ২০১৯
প্রথম পাতা » চরফ্যাশন | জেলার খবর | ভোলা | শশীভূষণ | শিরোনাম | সর্বশেষ » চাকুরী দেয়ার নামে যুবতীকে গণধর্ষণ,গ্রেপ্তার-১।।লালমোহন বিডিনিউজ
চাকুরী দেয়ার নামে যুবতীকে গণধর্ষণ,গ্রেপ্তার-১।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,ভোলা প্রতিনিধি : চাকুরী দেয়ার নাম করে ভোলার চরফ্যাশন উপজেলা দক্ষিণ আইচা থানার চরমানিকা গ্রামের ২০ বছরের এক যুবতীকে গণধর্ষনের অভিযোগ পাওয়া গেছে।
রোরবার(২৫আগস্ট) ধর্ষণের ঘটনায় যুবতী বাদি হয়ে চরফ্যাসন থানায় ৩জনকে চিহ্নিত করে নারী ও শিশু নির্যাতন একটি মামলা দায়ের করেন।
পুলিশ ধর্ষণের মূল হোতা আহম্মদ(২৫)কে চরফ্যাসন পৌর ৮নং ওয়ার্ডের নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত আহম্মদ চরফ্যাসন পৌর ৮নং ওয়ার্ডের ফজলু কসাইয়ের ছেলে।
পুলিশ জানায়, চরমানিকা গ্রামের ২০ বছরের এক যুবতীকে চরফ্যাশন পৌর সভার ৮নং ওয়ার্ডের সালমা চাকুরি দেয়ার নামে ১০হাজার টাকা গ্রহণ করেছে। যুবতীকে শনিবার বিকালে সালমার বাড়ীতে দেখা করতে বলে। সেখানে যুবতী গেলে আহম্মদ(২৫)সহ ৩জন জোর করে পালাক্রমে ধর্ষণ করে। সে চরফ্যাশন থানায় এসে অভিযোগ করলে রবিবার বিকাল সাড়ে ৩টার দিকে সহকারী পুলিশ সুপার(চরফ্যাশন সার্কেল) শেখ সাব্বির হোসেনের নেতৃত্বে ফোর্স নিয়ে ঘটনার মূল হোতা আহম্মদকে পৌর সভার ৮নং ওয়ার্ডের নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয়দের অভিযোগ, সালমা তার বাসায় দীর্ঘদিন যাবৎ বিভিন্ন অপকর্ম করে চলছে। কেই এই বিষয়ে কথা বললে তাদের উপর চড়াও হয়।
চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ (ওসি) সামসুল আরেফিন এ তথ্য নিশ্চিত করে বলেন, পৌর সভার ৮নং ওয়ার্ডের বাসিন্দা সালমা নিজ ঘরে নিয়ে চরমানিকা গ্রামের এক যুবতীকে গণধর্ষনে সহায়তা করেছে। তাকেও জিজ্ঞাসাবাদের জন্যে থানা আনা হয়েছে। গণর্ধষনের মূল হোতা আহম্মদসহ ৩জনকে সনাক্ত করে নারী ও শিশু দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামী আহম্মদকে সোমবার সকালে আদালতে প্রেরণ করা হবে। বাকী আসামীদেরকে গ্রেপ্তারে অভিযান অব্যহত রয়েছে।