হ্যাটট্টিক হাতছাড়া হলো মুস্তাফিজের
স্পোর্টস ডেস্ক:আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট অভিষেক হয় বাংলাদেশের তরুণ পেসার মুস্তাফিজুর রহমানের। অভিষেক ম্যাচে এক ওভারে তিনটি উইকেট শিকার করলেন তিনি।
তার প্রথম শিকার প্রোটিয়া অধিনায়ক হাশিম আমলা। দ্বিতীয় শিকার জে পি ডুমিনি। আর তৃতীয় শিকার ডি কোক।
৫৯ ওভারের প্রথম বলেই আঘাত হানেন মুস্তাফিজ। ব্যক্তিগত ১৩ বলে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হাশিম আমলাকে ফেরান এই অভিষেক বোলার।
পরের বলেই বোল্ড করেন জে পি ডুমিনিকে। কোনো রান না করেই সাজঘরে ফেরেন তিনি। ওভারের তৃতীয় বলে হ্যাট্রিকের সুযোগ থাকলেও ভাগ্য সহায় হয়নি। তবে চতুর্থ বলে বাজিমাত করেন মুস্তাফিজ। বিদায় করেন ডি কোককে।