শুক্রবার, ২৩ আগস্ট ২০১৯
প্রথম পাতা » অপরাধ | অর্থনীতি | চরফ্যাশন | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | শশীভূষণ | শিরোনাম | সর্বশেষ » মাছের সঙ্গে এ কেমন শক্রুতা!।। লালমোহন বিডিনিউজ
মাছের সঙ্গে এ কেমন শক্রুতা!।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, চরফ্যাসন প্রতিনিধি : ভোলার চরফ্যাসন উপজেলার শশীভূষণ থানার জাহানপুর ইউনিয়নে পূর্ব শক্রুতার জের ধরে রুবেলের মাছের খামারে বিষ প্রয়োগ করেছে দুর্বৃত্তরা। এতে খামারের প্রায় ২৫হাজার মাছ নিধন হয়েছে এবং ৩লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে ।
বুধবার গভীর রাতে জাহানপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে রুবেলের মাছের খামারে এ ঘটনা ঘটে।
মো.রুবেল জানান, উপজেলার শশীভূষণ থানার জাহানপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে নিজ বাড়ির মাছের খামারে পূর্বশক্রুতার জের ধরে বিষ প্রয়োগ করে দুর্বৃত্তরা।বিষের প্রতিক্রিয়ায় খামারে তেলাপিয়া, সিলভারকাপ, রুই, কাতালসহ বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠে। এতে প্রায় ২৫হাজার পিচ মাছ নিধন হয় এবং ৩ লাক্ষাধিক টাকার ক্ষতি হয়। এঘটনায় শশীভূষণ থানায় মামলার প্রস্তুতি চলছে ।
শশীভূষন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, মাছের খামারের মালিক ফোনে বিষয়টি আমাকে জানিয়েছে।
এব্যাপারে এখনো কেউ কোন অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।