বৃহস্পতিবার, ২২ আগস্ট ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | মুক্তমত | লালমোহন | শিক্ষা | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে পরিচ্ছন্ন রাখা ও মশক নিধন সংক্রান্ত মতবিনিময় সভা।। লালমোহন বিডিনিউজ
লালমোহনে পরিচ্ছন্ন রাখা ও মশক নিধন সংক্রান্ত মতবিনিময় সভা।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন প্রতিনিধি॥ ভোলার লালমোহন উপজেলাকে পরিচ্ছন্ন ও মশক নিধন সংক্রান্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিক বলেন, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান পরিচ্ছন্ন রাখতে প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ দেয়া হয়েছে।
তবুও নিজ এলাকা পরিচ্ছন্ন রাখা সকলের দায়িত্ব। যার যার স্থান থেকে পরিচ্ছন্নতার ব্যাপারে সচেতন হলেই মশক নিধন সম্ভব। এসময় তিনি সমাজে বাল্য বিবাহ রোধেও সকলকে এগিয়ে আসার আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) রাসেলুর রহমান, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, সহকারি কমিশনার (ভূমি) লালমোহন খন্দকার মাহমুদুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) দিদারুল ইসলাম অরুণ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স টিএস মিজানুর রহমান, অফিসার ইনচার্জ মীর খায়রুল কবীর, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. নুরনবী, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচী সহকারি পরিচালক মুন্সি নুর মোহাম্মদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অপূর্ব দাস, পৌর আওয়ামীলীগ সভাপতি ফখরুল আলম হাওলাদারসহ উপজেলা বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ।