বৃহস্পতিবার, ২২ আগস্ট ২০১৯
প্রথম পাতা » কুমিল্লা | খুলনা | চট্টগ্রাম | জেলার খবর | ঢাকা | বিভাগের খবর | যশোর | রংপুর | রাজশাহী | শিরোনাম | সর্বশেষ | সিলেট » বজ্রপাতে সারাদেশে নিহত ৯।। লালমোহন বিডিনিউজ
বজ্রপাতে সারাদেশে নিহত ৯।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : ফরিদপুর, বগুড়া, মাগুরা, মানিকগঞ্জ ও সিরাজগঞ্জে বজ্রপাতে ৯জন মারা গেছে। আহত হয়েছে পাঁচজন।
বগুড়ার সারিয়াকান্দিতে বজ্রপাতে স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়।
বৃহস্পতিবার (২২ আগষ্ট) বিকেল ৪টার দিকে উপজেলার কর্নিবাড়ি ইউনিয়নের ডাকাতমারা চরে দুই জন এবং চর বাটিয়া গ্রামে একজন নিহত হন। নিহতরা হচ্ছেন- ডাকাতমারা চরের আমিরুল ইসলাম (৪৫) ও তার স্ত্রী ফেলানী খাতুন (৩৮)। অন্যজন চর বাটিয়া গ্রামেন তহসিন আলীর ছেলে সুমন মিয়া (৩২)।
জানা গেছে, বিকেল ৪টার দিকে ব্যাপক বৃষ্টিপাতের সময় মাঠে গরু আনতে গেলে বজ্রপাতে স্বামী-স্ত্রী আহত হন। একই সময়ে চরবাটিয়া গ্রামে মাঠে কাজ করার সময় সুমন মিয়া আহত হন। তাদেরকে উদ্ধার করে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে বৃহস্পতিবার দুপুরে, ফরিদপুরে সালথা ও নগরকান্দায় বজ্রপাতে এক নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বাড়িতে রান্না করার সময় বজ্রপাত হলে মারা যান সালথার কাগদি গ্রামের ঈদ্রিস আলীর স্ত্রী হাসি বেগম। এছাড়া ক্ষেতে কাজ করার বজ্রপাতে প্রাণ হারান নগরকান্দা বিলনালিয়া গ্রামের ইমরান বেপারি ও সৌদি প্রবাসী বিল্লাল মাতব্বর।
এছাড়া, সিরাজগঞ্জের রায়গঞ্জে, মাগুরা গাংনালিয়া ও মানিকগঞ্জের ঘিওরে বজ্রপাতে আরও তিনজনের মৃত্যু হয়েছে।