বৃহস্পতিবার, ২২ আগস্ট ২০১৯
প্রথম পাতা » আন্তর্জাতিক | জাতীয় | ঢাকা | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » মিয়ানমার ফিরতে রাজি নয় রোহিঙ্গারা।। লালমোহন বিডিনিউজ
মিয়ানমার ফিরতে রাজি নয় রোহিঙ্গারা।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গারা কেউ মিয়ানমার ফিরে যেতে রাজি না হওয়ায়, প্রত্যাবাসন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। আজ প্রত্যাবাসন শুরুর কথা থাকলেও, তা এখনও শুরু হয়নি।
বৃহস্পতিবার (২২ আগষ্ট) দুপুরে টেকনাফের শালবাগান রোহিঙ্গা ক্যাম্পে শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আবুল কালাম জানান, গত দুই দিনে সাক্ষাৎকার নেয়া তালিকাভুক্ত ২৯৫টি পরিবারের কেউ মিয়ানমারে ফিরে যেতে রাজি নয়। তবে বিকেল ৪টা পর্যন্ত প্রত্যাবাসনের সুযোগ থাকায় সে পর্যন্ত অপেক্ষা করা হবে বলেও জানান তিনি।
রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ার অংশ হিসেবে গত দুই দিনে ২৯৫টি রোহিঙ্গা পরিবারের মতামত নেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এবং শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের প্রতিনিধিরা।
প্রত্যাবাসন তালিকায় নাম থাকলেও, স্বীকৃতি ও ভিটেমাটি ফিরে না পেলে ফেরত যেতে রাজী নয় রোহিঙ্গারা। আন্তর্জাতিক চাপের মুখে ২০১৮ সালের জানুয়ারিতে বাংলাদেশ-মিয়ানমার প্রত্যাবাসন চুক্তি হয়। বাংলাদেশ থেকে পাঠানো ২২ হাজার রোহিঙ্গার তালিকা থেকে তিন হাজার ৪৫০ জন রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি হয় মিয়ানমার।