বুধবার, ২১ আগস্ট ২০১৯
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » ভয়াল ২১আগষ্ট হামলা মামলার ১৫ বছর।। লালমোহন বিডিনিউজ
ভয়াল ২১আগষ্ট হামলা মামলার ১৫ বছর।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশে পরিচালিত ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলার আপিল শুনানির অগ্রগতি নেই। রায়ের প্রায় এক বছর হতে চললো কিন্তু পেপারবুকের কাজই শেষ হয়নি। কবে শুনানী শুরু হবে তাও বলতে পারছে না কোনপক্ষ। পেপারবুক প্রস্তুত হলে অগ্রাধিকার ভিত্তিতে আপিলের শুনানির উদ্যোগের কথা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল।
২০০৪ সালের ২১শে আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ আয়োজিত সন্ত্রাস বিরোধী জনসভায় তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার বক্তব্যকালে তাকে টার্গেট করে উপর্যুপরি গ্রেনেড ছুড়ে মারা হয়।
হামলায় আওয়ামী লীগ নেতা আইভি রহমানসহ ২৪জন নিহত হন। আহত হন তিন শতাধিক নেতাকর্মী। অল্পের জন্য বেঁচে যান শেখ হাসিনা।
এই ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়। আসামি করা হয় বিএনপির সিনিয়র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুজাহিদসহ ৫২ জনকে।
মানবতা বিরোধী অপরাধে মুজাহিদের ফাঁসি হয়। জঙ্গি নেতা মুফতি হান্নান ও শাহেদ বিপুলের ফাঁসি হওয়ায় তাদের মামলা থেকে বাদ দেয়া হয়।
গত বছরের ১০ই অক্টোবর ঢাকার বিশেষ ট্রাইব্যুনালের বিচারক সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, শিক্ষা উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।
তারেক রহমানসহ ১৯ জনকে দেয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। এছাড়া, আট পুলিশ ও তিন সেনা কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়।
বিচারিক আদালত থেকে দুই মামলার রায়সহ ৩৭ হাজার ৩৮৫ পাতার নথি ৪৮ দিন পর পৌঁছায় হাইকোর্টে। কারাগারে থাকা সব আসামিরা তাদের সাজার বিরুদ্ধে আপিল করে হাইকোর্টে। পুলিশের তিন সাবেক আইজিপি এই মামলায় হাইকোর্ট থেকে জামিনে রয়েছেন।
রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মাহবুবে আলম জানান, অগ্রাধিকার ভিত্তিতে মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি করা হবে। আইন যেভাবে চলার সেভাবেই চলছে। যাদের সাজা দেয়া হয়েছে যুক্তির ভিত্তিতেই দেয়া হয়েছে। ডেথ রেফারেন্স মামলায় রাষ্ট্র পক্ষেরই পেপারবুক তৈরি করা হয়। এটি করা শেষ হলেই আমাদের যে পদক্ষেপ নেয়া দরকার আমরা সেটাই নিবো।
দণ্ডপ্রাপ্ত ৪৯ আসামির মধ্যে পলাতক রয়েছেন ১৮ আসামি। তারেক লন্ডনে, বিএনপির সাবেক সাংসদ কায়কোবাদ সৌদি আরবে, হানিফ পরিবহনের মালিক হানিফ ভারতে, সেনা কর্মকর্তা এটিএম আমিন ও সাইফ জোয়ার্দার যুক্তরাষ্ট্র জঙ্গি নেতা মাওলানা তাজ উদ্দিন দক্ষিণ আফ্রিকায় পলাতক রয়েছেন। পলাতক। তবে হারিছ চৌধুরীর অবস্থান সম্পর্কে নিশ্চিত নয় সরকার। তাদের ফিরিয়ে আনার উদ্যোগও দৃশ্যমান নয়।