মঙ্গলবার, ২০ আগস্ট ২০১৯
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে জমি সংক্রান্ত বিরোধে হামলার অভিযোগ।। লালমোহন বিডিনিউজ
লালমোহনে জমি সংক্রান্ত বিরোধে হামলার অভিযোগ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলার চরভূতায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলা ও বসতঘর ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।
সোমবার দুপুরে চরভূতা ৯নং ওয়ার্ড তালপাতা এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, চরভূতা ৯নং ওয়ার্ড তালপাতা এলাকার আমজাদ বাড়ির মৃত আ: শহিদের ছেলে ফিরোজের উপর হামলা ও তার বসতঘরে ভাঙচুর করেছে তার চাচা ইমাম হোসেন হেজু ও খলিল আমজাদ।
ফিরোজ জানায়, বৃষ্টিতে বাড়ির উঠোনের পানি সরে যাওয়ার ফলে বাধ দিয়ে রাখায় প্রতিপক্ষরা ক্ষিপ্ত হয়ে আমাদের উপর হামলা চালায়। আমার বসতঘরে হামলা করে। এতে ঘরের টিন ও ভিতরে থাকা সুকেচ ক্ষতিগ্রস্ত হয়।
পূর্বেও জমি সংক্রান্ত বিরোধে হেজু আমজাদ ও খলিল আমজাদ আমার মা ইয়ানুর বেগম কে মারধর করে আহত করেছিল তারা। গতকাল (সোমবার) দুপুরেও হামলা করে মা ইয়ানুর বেগম, ভাবি খালেদা বেগম ও আমাকে আহত করেছে এবং তারা নিজেরাই নিজেদের কে আহত করে হাসপাতালে ভর্তি হয়ে আমাদের নামে মিথ্যে মামলার হুমকি দিচ্ছে।
প্রত্যক্ষদর্শী ও ৯নং ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বজলু আমজাদ ও স্থানীয় দোকানদার হক সাহেব বলেন, এদের জমি সংক্রান্ত বিরোধ মেটাতে প্রায় ৬মাস আগে আমরা শালিসে বসি এবং মৃত আ: শহিদ আমজাদের অংশ আলাদা করে তাদের বুঝিয়ে দিয়েছি। সোমবার দুপুরে আবারও উভয়পক্ষের ঝগড়ার আওয়াজ শুনতে পাই। এগিয়ে এসে উভয় পক্ষ দা নিয়ে একে অন্যের দিকে তেড়ে আসতে উদ্যত। আমরা উভয়ে মিলে তাদের কে যার যার ঘরে পাঠালেও খলিল আমজাদ হঠাৎই বাঁশের টুকরা নিয়ে ফিরোজের ঘরের টিনে আঘাত করে। এতে টিনের বেড়া ক্ষতিগ্রস্ত হয়।
তবে দা বা দাড়ালো অস্ত্র দিয়ে কেউ কাউকে আঘাত করতে পারেনি। ইমাম হোসেন হেজু ও খলিল আমজাদ নিজেদের ঘরে গিয়ে নিজেদের কে আহত করে এবং নিজস্ব ঘরে আগুন লাগিয়ে দেয়। পরে ওই আগুন নেভাতে সক্ষম হন প্রত্যক্ষদর্শী হক সাহেব । এদিকে অপরক্ষি ফিরোজ তার ঘরের সুকেচ নিজেই ভেঙ্গে ফেলে। তাদের এমন কর্মকান্ডে আমরা হতবাক হয়ে যাই বলেও জানান বজলু আমজাদ ও হক সাহেব।