মঙ্গলবার, ২০ আগস্ট ২০১৯
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিক্ষা | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে প্রধান শিক্ষকের দুর্নীতি : স্বাক্ষর জাল করে টাকা উত্তোলন।। লালমোহন বিডিনিউজ
লালমোহনে প্রধান শিক্ষকের দুর্নীতি : স্বাক্ষর জাল করে টাকা উত্তোলন।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন প্রতিনিধি : বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যদের স্বাক্ষর জাল করে শিক্ষা অফিস থেকে টাকা তুলে আত্মসাতসহ ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে ভোলার লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের পূর্ব চরউমেদ ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরিকুল ইসলামের বিরুদ্ধে।
ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আ: আউয়াল মাষ্টার ও রোকসানা বেগম অভিযোগ করে বলেন, গত এপ্রিল মাসে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভায় আমাদের কে উপস্থিত দেখিয়ে স্বাক্ষর জাল করে শিক্ষা অফিস থেকে ক্ষুদ্র মেরামতসহ বিভিন্ন কাজের ১লক্ষ ৫হাজার টাকা উত্তোলন করেছেন প্রধান শিক্ষক তরিকুল ইসলাম। সেই অর্থ বিদ্যালয়ের কোন কাজে ব্যবহার না করে নিজেই আত্মসাত করেছেন এবং শিক্ষার্থীদের কাছ থেকে চাঁদা তুলে বিদ্যালয়ের ফ্যান ও টেবিল ক্রয় করেন প্রধান শিক্ষক।
শুধু তাই নয়, সরকারের দেয়া বিনামূল্যের বই বিতরণে অভিভাবকদের কাছ থেকে মাথাপিছু ১০০টাকা করে নেয়া ও শিক্ষার্থীদের পুরোনো বই বিক্রি করে দেয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
স্থানীয় অভিভাবকরা বলেন, জানুয়ারিতে সন্তানদের জন্য নতুন বই নিতে এলে আমাদের কাছ থেকে ১০০টাকা করে নিয়েছেন প্রধান শিক্ষক তরিকুল ইসলাম।
এ ব্যাপারে জানতে চাইলে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরিকুল ইসলাম দুর্নীতির অভিযোগ অস্বীকার করে বলেন, আমার বিদ্যালয়ের জন্য কোন বরাদ্দই পাইনি।
খোঁজ নিয়ে জানা যায়, বিদ্যালয়ের রুটিন মেইনটেনেন্স কার্যক্রম সম্পাদনের জন্য ৪০হাজার টাকা, সিলিপ বাবদ ৫০হাজার টাকা, প্রাক প্রাথমিক ১০হাজার টাকা, ঘুর্ণিঝড় ফণির ক্ষয়ক্ষতির জন্য ৫হাজার টাকা উত্তোলন করা হয়েছে।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. মাসুদ বলেন, আমরা সিলিপ বাবদ একটা বরাদ্দ পেয়েছি, তবে কত পেয়েছি তা দেখে বলতে পারবো।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আয়ুব আলী বলেন, ওই বিদ্যালয়ের জন্য প্রাপ্য সকল বরাদ্দকৃত অর্থ প্রদান করা হয়েছে।
এদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের এমন দুর্নীতির বিষয়ে ক্ষোভ প্রকাশ করে সঠিক তদন্তের দাবি জানিয়েছে স্থানীয় অভিভাবকগণ।