রবিবার, ১৮ আগস্ট ২০১৯
প্রথম পাতা » জাতীয় | তথ্যপ্রযুক্তি | বিভাগের খবর | মুক্তমত | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » ৯ম ওয়েজবোর্ডের গেজেট প্রকাশের দাবিতে বিক্ষোভ সমাবেশ।। লালমোহন বিডিনিউজ
৯ম ওয়েজবোর্ডের গেজেট প্রকাশের দাবিতে বিক্ষোভ সমাবেশ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : নবম ওয়েজ বোর্ডের গেজেট দ্রুত প্রকাশের দাবি জানিয়েছে সাংবাদিক শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। এ দাবি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দিয়েছে সংগঠনটি।
রবিবার (১৮ আগষ্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে সাংবাদিকরা এসব দাবি জানান। পাশাপাশি গেজেট প্রকাশের বিরুদ্ধে সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াবের দায়েরকৃত মামলার প্রতিবাদ করেন সংগঠনের নেতারা। তারা বলেছেন, আদালতে নোয়াবের মামলার কারণে সংবাদপত্র শিল্পের সংকট আরও জটিল হয়েছে।
এছাড়া টেলিভিশন চ্যানেলে বিভিন্ন সংকট তুলে ধরে বক্তারা বলেন, ইলেকট্রনিক মিডিয়ায় ওয়েজবোর্ড না থাকায় সাংবাদিক এবং বিভিন্ন বিভাগের কর্মীরা বেতন বৈষম্যের স্বীকার হচ্ছেন। সাংবাদিকরা সংবাদপত্রের পাশাপাশি ইলেকট্রনিক মিডিয়ায়ও নবম ওয়েজবোর্ড বাস্তবায়নের দাবি জানান।