
শনিবার, ১৭ আগস্ট ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | মুক্তমত | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহন পৌর শহরের সৌন্দর্য্য রক্ষায় সাংসদ শাওনের অভিযান।। লালমোহন বিডিনিউজ
লালমোহন পৌর শহরের সৌন্দর্য্য রক্ষায় সাংসদ শাওনের অভিযান।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন পৌর শহরের সদর লালমোহন বাজারের ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে পরিবর্তনের অঙ্গিকারে অভিযানে নেমেছেন সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।
শনিবার (১৭ আগষ্ট) দুপুরে লালমোহন উত্তর বাজার এলাকার অবৈধ স্থাপনা সরানোর মাধ্যমে এ অভিযান শুরু হয়।
সাংসদ শাওন হেঁটে হেঁটে বাজারের প্রতিটি সড়ক প্রদক্ষিণ করেন এবং স্থাপনা সরানোর নির্দেশ দেন।
এসময় উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমি, পৌর মেয়র এমদাদুল ইসলাম তুহিন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, লালমোহন থানা অফিসার ইনচার্জ মীর খায়রুল কবির, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সম্পাদক দিদারুল ইসলাম অরুণ, পৌর কাউন্সিলর মো. হেলাল উদ্দিন, সাইফুল ইসলাম প্রমুখ।