সোমবার, ২০ জুলাই ২০১৫
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে সংরক্ষিত মেম্বারের কারসাজি নিম্মমানের সামগ্রী দিয়ে কালভার্ট নিমার্ণের ৬ মাসের মাথায় ধ্বস
লালমোহনে সংরক্ষিত মেম্বারের কারসাজি নিম্মমানের সামগ্রী দিয়ে কালভার্ট নিমার্ণের ৬ মাসের মাথায় ধ্বস
লালমোহন বিডিনিউজ ডেস্ক : লালমোহনে সংরক্ষিত মেম্বারের অর্থ লোপাট ও নিম্মমানের সামগ্রী দিয়ে কালভার্ট নিমার্ণের ৬ মাসের মাথায় ধ্বসে পরেছে। উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের আজাররোড টু কাজী বাজার সড়কের বক্স কালর্ভাট ধ্বসের ঘটনায় জনসাধারণের যানবাহন নিয়ে চলাচল করতে ব্যাপক কষ্ট হচ্ছে। এ ঘটনায় ওই এলাকায় জন মনে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে। জানা যায়, প্রায় ১ বছর আগে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়ন পরিষদের এলজিএসপি প্রকল্পের আওতায় ৬ নং ওয়ার্ডের আজাররোড টু কাজী বাজার সড়কে একটি বক্স কালর্ভাট নির্মাণ করেন একই ইউনিয়নের ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের সংরিক্ষত মেম্বার নাছিমা আক্তার। নির্মাণ কাজে অনিয়ম হওয়ায় স্থানীয়রা তখন বাধা প্রধান করেন। বাধা উপেক্ষা করে নির্মাণ কাজ সম্পন্ন করেন নাছিমা আক্তার। সংরক্ষিত মেম্বারের অর্থ লোপাট ও নিম্ম মানের সামগ্রী দিয়ে কালভার্ট নিমার্ণের ৬ মাসের মাথায় ধ্বসে পরেছে।এলাকাবাসীর অভিযোগ, ১ বছর আগে কালর্ভাট নির্মাণকাজে রড কম ও অনিয়ম হওয়ায় স্থানীয়রা বাধা প্রধান করেন। তিনি বাধা উপেক্ষা করে নির্মাণ কাজ সম্পন্ন করেন। সংরক্ষিত মেম্বারের অর্থলোপাটে নিম্ম মানের সামগ্রী দিয়ে কালভার্ট নিমার্ণের কয়েক মাসের মাথায় ধ্বসে পরেছে। এলাকাবাসীর পক্ষ থেকে মেম্বার নাছিমা আক্তার ও ইউনিয়ন পরিষদকে বারবার জানানো হলে ও তা পুণঃরায় নির্মাণ বা সংস্কার করা হয়নি। প্রায় ৬ মাস ধরে কালর্ভাট টি নির্মাণ করায় জনসাধারণের যানবাহন নিয়ে চলাচল করতে ব্যাপক কষ্ট হচ্ছে। এব্যাপারে ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের সংরিক্ষত মেম্বার নাছিমা আক্তারের সাথে একাধিক বার তার ব্যবহিত মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।