শুক্রবার, ১৬ আগস্ট ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | ধর্ম-কর্ম | বরিশাল | বিভাগের খবর | মুক্তমত | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » মসজিদ আল্লাহর ঘর : মসজিদ নির্মাণে মুসলিম উম্মাহকে আন্তরিক হতে হবে-সাংসদ শাওন।। লালমোহন বিডিনিউজ
মসজিদ আল্লাহর ঘর : মসজিদ নির্মাণে মুসলিম উম্মাহকে আন্তরিক হতে হবে-সাংসদ শাওন।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন প্রতিনিধি : ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য দ্বীপবন্ধু আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, মসজিদ আল্লাহর ঘর। মসজিদ নির্মাণে সকল মুসলিম উম্মাহকে আন্তরিক হতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মসজিদ-মাদ্রাসা ও মসজিদ ভিত্তিক শিক্ষায় গুরুত্বারোপ করেছেন। এসব ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর জন্য বিশেষ বরাদ্দ দিয়ে সহযোগিতা করছেন বলে মন্তব্য করেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।
শুক্রবার (১৬ আগষ্ট) সকালে পৌর ২নং ওয়ার্ড এলাকার সওদাগর জামে মসজিদের নবনির্মাণাধীন ভবনের ছাদ ঢালাইয়ের উদ্বোধনকালে সাংসদ শাওন একথা বলেন।
তিনি আরও বলেন, শুধু সরকারী সহযোগিতা নয়, আমাদেরকেও মসজিদ নির্মাণে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। এ সহযোগিতা পরকালের জন্য স্থায়ী আমানত হিসেবে থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন, সওদাগর মসজিদের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোঃ মোতাহার হোসেন সওদাগর, মোঃ মানিক সওদাগর, মোখলেছুর রহমান হাওলাদার, আঃ মালেক ফরাজী, নূর মোহাম্মদ মুন্সিসহ স্থানীয় মুসল্লীগণ।