
বৃহস্পতিবার, ১৫ আগস্ট ২০১৯
প্রথম পাতা » চরফ্যাশন | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | মুক্তমত | শিরোনাম | সর্বশেষ » শ্রদ্ধা আর ভালবাসার মধ্য দিয়ে চরফ্যাসনে জাতীয় শোক দিবস পালিত।। লালমোহন বিডিনিউজ
শ্রদ্ধা আর ভালবাসার মধ্য দিয়ে চরফ্যাসনে জাতীয় শোক দিবস পালিত।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, কামরুজ্জামান শাহীন: ভোলার চরফ্যাসনে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, শোক র্যালি ও আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস।
বৃহস্পতিবার (১৫আগস্ট) সকালে উপজেলা প্রশাসন, আ’লীগেরসহ সরকারী বেসরকারী স্কুল-কলেজ এবং বিভিন্ন সংগঠন পক্ষ থেকে জাতীয় শোক দিবস পালিত হয়।
সকালে চরফ্যাসন উপজেলা আ’লীগ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শোক র্যালি, আলোচনা সভা এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করার মধ্য দিয়ে জাতীয় শোক দিবসের আনুষ্ঠানিকতা শুরু করা হয়।
সকাল সাড়ে ১০টায় উপজেলা আ’লীগ কার্যালয় থেকে উপজেলা আ’লীগের আয়োজনে একটি শোক র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা শোক সভায় মিলিত হয়। শোক সভায় মিলাদ শেষে গরিব-দু:স্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর আ’লীগের সভাপতি ও চরফ্যাসন পৌর মেয়র শ্রী বাদল কৃষ্ণ দেবনাথ, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মনির আহমেদ শুভ্র, পরিবেশ ও বন বিষয়ক সম্পাদক এসএম মোরশেদ, উপজেলা ছাত্রলীগ সভাপতি হায়াত আলি চৌধুরী রিজভী, সম্পাদক আল-আমিন মুন্সি প্রমূখ।
এছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকাল ১১টায় এক আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।এসময় উপজেলা প্রশাসন উদ্যোগে একটি র্যালী বের হয়ে শহরের সদর রোড ও ফ্যাসন স্কয়ার প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে চিত্রাঙ্কন প্রতিযোগিদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।
চরফ্যাসন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ নুরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র শ্রী বাদল কৃষ্ণ দেবনাথ,চরফ্যাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.সামসুল আরেফিন ও উপজেলা প্রেসক্লাব সভাপতি হাসেম মহাজন প্রমূখ।