
বৃহস্পতিবার, ১৫ আগস্ট ২০১৯
প্রথম পাতা » অপরাধ | চরফ্যাশন | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাসনে ৪০পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার।। লালমোহন বিডিনিউজ
চরফ্যাসনে ৪০পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, চরফ্যাসন প্রতিনিধি : ভোলার চরফ্যাসনে পৌর শহর থেকে মো. জামাল স্বর্ণকার(৩০) ও মো.কবির(২২) নামের দুই মাদক ব্যবসায়ীকে ৪০পিচ ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৪আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাদেরকে চরফ্যাসন বাজারের স্বর্ণকার পট্রি থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো. জামাল স্বর্ণকার চরফ্যাসন পৌর ১নং ওয়ার্ডের কুলসুমবাগ এলাকার আঃ মোতালেবের ছেলে ও মো.কবির শশীভূষণ থানার চরমঙ্গল এলাকার মো. সিদ্দিক বেপারীর ছেলে।
চরফ্যাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সামসুল আরেফিন এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধা সাড়ে ৭টার দিকে চরফ্যাসন থানার উপ-পরিদর্শক(এসআই) মো. নাজমুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে চরফ্যাসন বাজারের স্বর্ণকার পট্রিতে অভিযান চালিয়ে তাদেরকে ৪০পিচ ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
তাদের বিরুদ্ধে চরফ্যাসন থানায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) এর (ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-৯