বৃহস্পতিবার, ১৫ আগস্ট ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | মুক্তমত | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » জাতীয় শোক দিবসে দোয়া মোনাজাত ও সর্বস্তরের মানুষের জন্য সাংসদ শাওনের মধ্যাহ্ন ভোজ।। লালমোহন বিডিনিউজ
জাতীয় শোক দিবসে দোয়া মোনাজাত ও সর্বস্তরের মানুষের জন্য সাংসদ শাওনের মধ্যাহ্ন ভোজ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মোনাজাত ও লালমোহন তজুমদ্দিনের সর্বস্তরের মানুষের জন্য মধ্যাহ্ন ভোজের আয়োজন করেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৫ আগষ্ট) দুপুরে সাংসদ শাওনের বাসভবনের সামনে জেলার বিশিষ্ট আলেমগণের দ্বারা দোয়া মোনাজাত ও মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা- আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মাইনুল হোসেন বিপ্লব।
মোনাজাত পরিচালনা করেন, প্রখ্যাত মাও. আনাছ সাহেব।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, তজুমদ্দিন উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন দুলাল, লালমোহন পৌর আওয়ামীলীগ সভাপতি ফখরুল আলম হাওলাদার, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাদলসহ দুই উপজেলার প্রায় অর্ধলক্ষ লোক অংশগ্রহণ করেন।