বৃহস্পতিবার, ১৫ আগস্ট ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | মুক্তমত | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » জাতির জনকের অবদান ভোলার নয়-শোক দিবসের আলোচনা সভায় সাংসদ শাওন।। লালমোহন বিডিনিউজ
জাতির জনকের অবদান ভোলার নয়-শোক দিবসের আলোচনা সভায় সাংসদ শাওন।। লালমোহন বিডিনিউজ
লালমোহন নিউজ, লালমোহন প্রতিনিধি : ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান ভুলার নয়, তাঁর ঋণ শোধ হবার নয়। পাকিস্তানের লৌহ মানব আইয়ুব খানের অন্যায়ের বিরুদ্ধে, বাঙ্গালীদের পক্ষে কথা বলতে গিয়ে তাঁকে কারাগারে যেতে হয়েছে। যৌবনের শ্রেষ্ঠ সময়গুলো তিনি কারাগারে কাটিয়েছেন। বাংলাদেশ ও বাঙ্গালী জাতিকে পরিবার ভেবে পাকিস্তানিদের কারাগারকে সংসার বানিয়ে ছিলেন। সেই কারাগারে তাঁর জন্য কবর খোড়া হলেও তারা তাঁকে মারতে সাহস করেনি। অথচ বাঙ্গালীরা তাঁকে হত্যা করেছে।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) জাতির জনকের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে লালমোহন উপেজলা প্রশাসন আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সাংসদ নূরুন্নবী চৌধুরী শাওন এসব কথা বলেন।
সাংসদ শাওন বলেন, জাতির পিতার সকল অবদান ভুলে গিয়ে কোথাকার মেজর জিয়াকে স্বাধীনতার ঘোষক বানিয়েছিল ওই ঘাতক চক্র।
নূরুন্নবী চৌধুরী শাওন আরও বলেন, যুদ্ধ বিধ্বস্ত দেশকে সাঁজাতে বঙ্গবন্ধু যে সব স্বপ্ন দেখেছিলেন, আজ তাঁর সুযোগ্য কন্যা শেখ হাসিনা তা বাস্তবায়ন করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে বঙ্গবন্ধুর প্রতিচ্ছবি বিরাজ করছে।
লালমোহন উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমি’র সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপেজলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) দিদারুল ইসলাম অরুন, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, সাবেক ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামীলীগের সভাপতি ফখরুল আলম হাওলাদার, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম বাদল, মাসুমা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমান, সহকারী কমিশনার ভূমি মাহাবুব খন্দকার প্রমূখ।