বুধবার, ১৪ আগস্ট ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | মুক্তমত | লালমোহন | শিক্ষা | শিরোনাম | সর্বশেষ » প্রধানমন্ত্রীর দেয়া সম্মানের যথাযথ মূল্যায়ন করুন-লালমোহনে শিক্ষকদের উদ্দেশ্যে সাংসদ শাওন।। লালমোহন বিডিনিউজ
প্রধানমন্ত্রীর দেয়া সম্মানের যথাযথ মূল্যায়ন করুন-লালমোহনে শিক্ষকদের উদ্দেশ্যে সাংসদ শাওন।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন প্রতিনিধি : ভোলা-৩ লালমোহন ও তজুমদ্দিন আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের (শিক্ষকদের) হাতে প্রজন্ম গড়ার দায়িত্ব দিয়েছেন। আপনাদের কে সঠিক ও সুন্দরভাবে সে দায়িত্ব পালন করতে হবে। আর এভাবেই দেশ এগিয়ে যাবে। শিক্ষাক্ষেত্রে কোন গাফিলতি সহ্য করা হবেনা।
বুধবার (১৪ আগষ্ট) লালমোহন উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতি উদ্যোগে “শিক্ষার মানোন্নয়নে করণীয়” শীর্ষক মতবিনিময় ও প্রধান শিক্ষক সমিতির সভাপতি আব্দুল মালেক ফরাজীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শিক্ষকদের উদ্দেশ্যে শাওন বলেন, প্রধানমন্ত্রী আপনাদের বেতন ভাতা বৃদ্ধি করেছেন। আপনাদের কে সম্মানিত করেছেন। সঠিক দায়িত্ব পালনের মাধ্যমে প্রধানমন্ত্রী দেয়া সম্মানের মূল্যায়ন করুন।
সকল শিক্ষককে সরকারের নিয়ম মেনে বিদ্যালয়ে ক্লাস করতে হবে। ৪টার আগে কোন স্কুল ছুটি দিতে পারবে না। প্রধান শিক্ষকগণ চাকুরী টিও এটিওদের এবং সহকারি শিক্ষকদেরকে প্রধান শিক্ষকের নির্দেশনা মেনে চলতে হবে। নিয়ম ভঙ্গ ও শিক্ষাক্ষেত্রে অনিয়ম করলেই কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও হুঁশিয়ারি প্রদান করেন শাওন।
এসময় উপস্থিত ছিলেন, লালমোহন উপেজলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আইয়ুব আলী হাওলাদার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শওকত আলী, সাংগঠনিক সম্পাদক রুবায়েত করিম শাহিন সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ।