সোমবার, ২০ জুলাই ২০১৫
প্রথম পাতা » রাজধানী | শিরোনাম | সর্বশেষ » ইয়াবা মামলায় ছাত্রদলের সভাপতি রাজিব আহসান কারাগারে
ইয়াবা মামলায় ছাত্রদলের সভাপতি রাজিব আহসান কারাগারে
সাইফ বাবলু ঢাকা: জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাজিব আহসানকে মাদক বহনের অভিযোগে কারাগারে পাঠানো হয়েছে।
পটুয়াখালীর পুলিশ বলছে, রোববার রাতে জেলার লেবুখালি ফেরিঘাট থেকে ৪৫টি ইয়াবা এবং একটি মদের বোতলসহ তাকে আটক করা হয়। সেসময় প্রাইভেট কারে মি. আহসানের সঙ্গে আরো চারজন ছিল।
সোমবার তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার ফয়েজ আহমেদ জানিয়েছে, আটককৃতদের আদালতে হাজির করার পর বিচারক তাদের কারাগারে পাঠিয়ে দেন।
ওই পুলিশ কর্মকর্তা জানান, রাজিব আহসানের বিরুদ্ধে ঢাকায় ২১টি মামলা রয়েছে।
উল্লেখ্য, ছাত্রদলের সভাপতি রাজীব আহসানকে আটকের প্রতিবাদে আগামী মঙ্গলবার ও বুধবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। এ বিক্ষোভ কর্মসূচি ঢাকা মহানগর, জেলা ও বিশ্ববিদ্যালয়ে এবং উপজেলা, পৌরসভা ও কলেজে পালন করা হবে।