বুধবার, ১৪ আগস্ট ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | তজুমদ্দিন | বরিশাল | বিভাগের খবর | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » জাতিকে দাসত্বমুক্ত করতে পাকিস্তানের কারগারকে সংসার বানিয়েছিলেন বঙ্গবন্ধু।। লালমোহন বিডিনিউজ
জাতিকে দাসত্বমুক্ত করতে পাকিস্তানের কারগারকে সংসার বানিয়েছিলেন বঙ্গবন্ধু।। লালমোহন বিডিনিউজ
তজুমদ্দিন প্রতিনিধি : ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ¦ নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, মাতৃভাষা উদ্ধার, বাঙ্গালী জাতিকে দাসত্ব মুক্ত করে স্বাধীন জাতিতে রুপান্তরিত করতে পাকিস্তানের কারাগারকে নিজের সংসার বানিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। নিজের স্ত্রী সন্তান নিয়ে গড়া পরিবারকে ফেলে বাংলাদেশ ও বাঙ্গালীকে পরিবার ভেবে যুদ্ধ বিধ্বস্ত দেশকে যখনি সোনার বাংলায় রুপান্তরে হাত দিয়েছেলেন বঙ্গবন্ধু, তখনই মিরজাফর মোস্তাক গংরা তাঁকে হত্যা করেছিল।
বুধবার সন্ধ্যা ৬টায় উপজেলার শম্ভুপুরে যুব মহিলালীগের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, বঙ্গবন্ধুর রেখে যাওয়া অসমাপ্ত কাজ করছেন তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আজ বাংলাদেশকে উন্নয়নের রোল মডেলে পরিনত করেছেন, দেশকে মধ্যম আয়ের দেশে পরিনত করেছেন। এই শোকের মাসে আপনারা সকলে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকলের জন্য দোয়া করবেন।
পরে বঙ্গবন্ধু ও সদ্য প্রয়াত এমপি শাওনের বাবা হাজী নুরুল ইসলাম চৌধুরীর রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।
নবনির্বাচিত যুব মহিলালীগের নেতৃবৃন্দেও উদ্দেশ্যে শাওন বলেন, প্রধানমন্ত্রী উন্নয়নের ধারা তৃণমূল পর্যায়ে পৌঁছে দিবেন আপনারা। এটাই আমার প্রত্যাশা।
এসময় উপস্থিত ছিলেন, এমপি শাওনের সহধর্মীনী ফারজানা চৌধুরী রত্না, তজুমদ্দিন উপজেলা আওয়ামীলীগ সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, যুবলীগ সাধারণ সম্পাদক আ: রহমান, উপজেলা আওয়ামী যুব মহিলালীগ সভাপতি কোহিনুর বেগম শিলা, সাধারণ সম্পাদক মিনারা বেগম মিনা, যুগ্ম সম্পাদক সালমা আক্তার মুন্নি, এ্যাড সাহাবুদ্দিন প্রমুখ।