
বুধবার, ১৪ আগস্ট ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে মরহুম বশির আহমেদ মিয়ার ১৮ তম মৃত্যুবার্ষিকী পালিত।। লালমোহন বিডিনিউজ
বোরহানউদ্দিনে মরহুম বশির আহমেদ মিয়ার ১৮ তম মৃত্যুবার্ষিকী পালিত।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিন পৌরসভার প্রথম পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম বশির আহমেদ মিয়ার ১৮তম মৃত্যুবার্ষিকী পলিত হয়েছে।
মঙ্গলবার (১৩ আগষ্ট) বিকালে শানুমিয়া বাড়ির মসজিদে তার রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদের মধ্যে দিয়ে এ মৃত্যুবর্ষিকী পালন করা হয়।
মৃত্যুবার্ষিকীতে উপলক্ষ্যে মরহুমনের স্মৃতিচারণ করে প্রধান অতিথি ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল বলেন, বীর মুক্তিযোদ্ধা মরহুম বশির আহমেদ মিয়া ছিলেন বর্ণাঢ্য রাজনৈতিক জিবনের অধিকারী, রাজনৈতিক জিবন্ত কিংবদন্তি আলহাজ্ব তোফায়েল আহমেদ এর ঘনিষ্ট সহচর ছিলেন। তিনি বড় মানিকা ইউনিয়নে সততার সাথে একটানা ৩৮ বছর চেয়ারম্যান ও বোরহানউদ্দিন পৌরসভার প্রথম মেয়রসহ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ছিলেন। তিনি ভালো মনের মানুষ ছিলেন। তিনি সৎ এবং নিষ্ঠার সাথে বোরহানউদ্দিন উপজেলার মানুষকে পরিচালিত করেছেন, আজকে তার ১৮ তম মৃত্যু বার্ষিকী, আল্লাহ যেন তাকে জান্নাত বাসী করেন।
এসময় বীর মুক্তিযোদ্ধা মরহুম বশির আহমেদ মিয়ার বড় ছেলে বোরহানউদ্দিন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ জসিম উদ্দিন হায়দার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব রফিকুল ইসলাম মিয়া, মেঝ ছেলে উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ জহির উদ্দিন বাবর, ছোট ছেলে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বোরহানউদ্দিন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব রাসেল আহমেদ মিয়াসহ আওয়ামীলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।