শনিবার, ১০ আগস্ট ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | মুক্তমত | রাজনীতি | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » প্রধানমন্ত্রীর বরাদ্দ জনগণের পৌছে দেওয়াই আমার কাজ-কালমায় চাল বিতরণকালে সাংসদ শাওন।। লালমোহন বিডিনিউজ
প্রধানমন্ত্রীর বরাদ্দ জনগণের পৌছে দেওয়াই আমার কাজ-কালমায় চাল বিতরণকালে সাংসদ শাওন।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমানত গরিব মানুষের কাছে পৌছে দেওয়াই আমাদের রাজনীতি। এটাই আওয়ামীলীগের রাজনীতি বলে মন্তব্য করেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।
শনিবার (১০ আগষ্ট) দুপুরে লালমোহন উপজেলাধীন কালমা ইউনিয়ন পরিষদে ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপহার বিশেষ ভিজিএফ (চাল) গরীব ও দুস্থদের বিতরণকালে একথা বলেন তিনি।
সাংসদ শাওন আরো বলেন, জীবন বাজী রেখে অনেক কষ্ট করে বঙ্গবন্ধু এদেশ স্বাধীন করেছেন। আমাদের কে দাসত্বমুক্ত করেছেন। আগামী ১৫আগষ্ট বঙ্গবন্ধু শাহাদাৎ বার্ষিকী। সকলের কাছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার শান্তিতে দোয়া কামনা করেন তিনি।
শাওন বলেন, আওয়ামীলীগে কোনও সন্ত্রাসী বোমাবাজ নেই। আমরা শান্তি চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের যে বরাদ্দ দেয়, তা জনগণের কাছে পৌছে দেয়াই আমার কাজ।
এর আগে এদিন সকালে গজারিয়া ডা. আজহার উদ্দিন ডিগ্রি কলেজ’র উদ্যোগে সাংসদ শাওনের বাবা হাজী নুুরুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে মিলাদ ও দোয়া মাহফিল ও বাদ জোহর পশ্চিম চরউমেদ ৭নং ওয়ার্ড যুবলীগের উদ্যোগে গজারিয়া পূর্ব বাজার জামে মসজিদে মিলাদ মাহফিলে অংশগ্রহণ করেন তিনি।