শনিবার, ১০ আগস্ট ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | মুক্তমত | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » বাঙ্গালী জাতিকে মুক্ত করতে কারাগারকে আপন করেছিলেন বঙ্গবন্ধূ -সাংসদ শাওন।। লালমোহন বিডিনিউজ
বাঙ্গালী জাতিকে মুক্ত করতে কারাগারকে আপন করেছিলেন বঙ্গবন্ধূ -সাংসদ শাওন।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ , শাহিন কুতুব : শোকাবহ আগষ্ট ও বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জাতির জনককে স্মরণ করে ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, বঙ্গবন্ধু ছিলেন বাঙ্গালী জাতির ধারক বাহক, পথপ্রদর্শক। জাতিকে মুক্ত করতে গিয়ে জীবনের বেশিরভাগ সময় পাকিস্তানের কারাগারে কাটিয়েছেন। জাতিকে মুক্ত করতে কারাগারকে আপন করে নিয়েছিলেন তিনি। ১৯৭৫ সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধুকে স্ব-পরিবারে হত্যার মধ্য দিয়ে ঘাতকরা জাতিকে কলঙ্কিত করেছে।
শনিবার (১০ আগষ্ট) সকাল ৯টায় লালমোহন পৌর মদিনাতুল উলুম নুরানী ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে সাংসদ শাওনের পিতা মরহুম হাজী নুরুল ইসলাম চৌধুরীর রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে একথা বলেন তিনি।
মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে সাংসদ নুরুন্নবী চৌধুরী শাওনের বাবার ঘনিষ্ট বন্ধু মদিনাতুল উলুম নুরানী ও হাফিজিয়া মাদ্রাসার সভাপতি মাও. হাতেম সাহেব মরহুমের স্মৃতিচারণকালে বলেন, হাজী নুরুল ইসলাম চৌধুরী ছিলেন, একজন বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী, দ্বীনদার, মোত্তাকি ও ফরহেজগার মানুষ। নামাজের প্রতি অনেক খেয়াল ছিল তাঁর। আর সেই গুণগুলী তাঁর সুযোগ্য সন্তানের ( সাংসদ শাওন) মধ্যেও রয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমদ, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) দিদারুল ইসলাম অরুণ, পৌর আওয়ামীলীগ সভাপতি ফখরুল আলম হাওলাদার, সাংগঠনিক আনম শাহজামাল দুলালসহ মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।