
শুক্রবার, ৯ আগস্ট ২০১৯
প্রথম পাতা » আন্তর্জাতিক | শিরোনাম | সর্বশেষ » কাশ্মীরে অচলাবস্থায় জাতিসংঘের উদ্বেগ।। লালমোহন বিডিনিউজ
কাশ্মীরে অচলাবস্থায় জাতিসংঘের উদ্বেগ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : কাশ্মীরে চলমান অচলাবস্থায় ভারত ও পাকিস্তানকে সর্বোচ্চ সংযত থাকার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেস। শিমলা চুক্তির কথা উল্লেখ করে গুতেরেস বলেন, কাশ্মীর ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে শান্তিপূর্ণভাবে।
বৃহস্পতিবার (৮ আগষ্ট) মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক জানান, গুতেরেস জম্মু ও কাশ্মিরের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। এ বিষয়ে তিনি উদ্বিগ্ন। এদিকে, কাশ্মীর ইস্যুতে ভারতের ওপর পাকিস্তানের নিষেধাজ্ঞা বেড়েই চলেছে। বাণিজ্য, কূটনীতি, রেল যোগাযোগের পর এবার সব ধরনের সাংস্কৃতিক লেনদেনও বন্ধ করলো ইসলামাবাদ।
মোদির সিদ্ধান্তকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলছে ইসলামাবাদ। এ ইস্যুতে পাক-ভারত মধ্যকার আলোচনাকে স্বাগত জানাবে যুক্তরাষ্ট্র। কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণার তিনদিন পর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে মোদি আশ্বাস দেন, ভবিষ্যতে ফের রাজ্যের মর্যাদা পেতে পারে কাশ্মীর। কাশ্মীরে এ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে অন্তত ৫শ জনকে। স্থবির হয়ে পড়েছে সেখানকার জনজীবন।