বুধবার, ৭ আগস্ট ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | তজুমদ্দিন | বরিশাল | বিভাগের খবর | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হয়েছে-সাংসদ শাওন।। লালমোহন বিডিনিউজ
প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হয়েছে-সাংসদ শাওন।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : ভোলা-৩ লালমোহন তজুমদ্দিন আসনের সংসদ সদস্য আলহাজ¦ নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হয়েছে। খুব শিগ্রই বাংলাদেশ বিশে^র বুকে উন্নত সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত হবে।
বুধবার দুপুরে তজুমদ্দিন উপজেলাধীন (ইন্দ্রনারায়নপুর) মদিনাতুল উলুম হোসাইনিয়া মাদ্রাসার উদ্যোগে সাংসদ শাওনের বাবা মরহুম হাজী নুরুল ইসলাম চৌধুরীর স্মরণ সভা ও মিলাদ অনুষ্ঠানে একথা বলেন তিনি।
সাংসদ শাওন আরো বলেন, এক সময় বিশে^র উন্নত দেশের রাষ্ট্রপ্রধানরা বাংলাদেশ কে দেখিয়ে বলতো অতি দরিদ্রের মডেল, তলাবিহীন ঝুড়ির দেশ। দূর্ভিক্ষের জাতি। আগে ঝড় বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে সাহায্যের জন্য তাকিয়ে থাকতাম। কখন জাপান থেকে ঔষধ আসবে, ইউরোপ আমেরিকা আমাদের জন্য চাল পাঠাবে। আর সেই সাহায্যের উপরই নির্ভর করে আমাদের বাঁচতে হতো।
আজ বাংলাদেশ আর সেই জায়গায় নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা উন্নয়নশীল রাষ্ট্রে পদার্পণ করেছি। ইনশাআল্লাহ খুব শিগ্রই উন্নত বিশ্বে সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত হবো।
এসময় তিনি তাঁর মরহুম পিতার স্মৃতিচারণ করে বলেন, আমার বাবা একজন আদর্শবান, নামাজী ও ফরহেজগার ব্যাক্তি ছিলেন। এমন একজন পিতার সন্তান হতে পেরে আমি গর্বিত। আপনারা সকলে আমার বাবার জন্য দোয়া করবেন।
এসময় উপস্থিত ছিলেন, তজুমদ্দিন উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন দুলাল, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, লালমোহন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আলহাজ্ব দিদারুল ইসলাম অরুণ, পৌর আওয়ামীলীগ সভাপতি ফখরুল আলম হাওলাদার প্রমুখ।