মঙ্গলবার, ৬ আগস্ট ২০১৯
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | ভোলা | শিরোনাম | সর্বশেষ » ভোলায় এলজিইডি’র প্রকৌশলীদের হুমকি ও ব্ল্যাকমেইলিংয়ের চেষ্টা! থানায় জিডি।। লালমোহন বিডিনিউজ
ভোলায় এলজিইডি’র প্রকৌশলীদের হুমকি ও ব্ল্যাকমেইলিংয়ের চেষ্টা! থানায় জিডি।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ভোলা প্রতিনিধি: এলজিইডি’র বহুমুখি দুর্যোগ আশ্রয় কেন্দ্র প্রকল্পের (এমডিএসপি) উর্ধ্বতন কর্মকর্তাকে ইমেলের মাধ্যমে হুমকি ও ব্ল্যাকমেইলের চেষ্টার সুর্নিষ্ট অভিযোগ পাওয়া গেছে জনৈক জাফর আহমেদ নামের এক ব্যাক্তির বিরুদ্ধে। এঘটনায় মঙ্গলবার ভোলা সদর মডেল থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
এলজিইডি’র বহুমুখি দুর্যোগ আশ্রয় কেন্দ্র প্রকল্পের (এমডিএসপি) ভোলার ফিল্ড আবাসিক প্রকৌশলী ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম জানান, তিনি আমেরিকান- বাংলাদেশ বিশ্ববিদ্যালয় থেকে ২০১২ সনে স্নাতক প্রকৌশলী (সিভিল) ডিগ্রী লাভ করেন। যার রেজিঃ নং ১০৯৩১৩০০৫৫, শেসন ২০০৯। যা বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটেও ফলাফল প্রদর্শিত আছে। অথচ দুঃখজনক ভাবে জনৈক জাফর আহমেদ প্রকল্পের উর্ধ্বতন কর্মকর্তাদের ইমেল করে আমার সনদ ভূয়া দাবি করে ব্যাবস্থা না নিলে পত্রিকায় ও সোসাল মিডিয়ায় এ বিষয়ে রিপোর্ট করবে বলে হুমকি ও ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে। এঘটনায় মঙ্গলবার ভোলা সদর মডেল থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। যার নং ২৭৮ তাং ৬/৮/১৯ ইং।
তিনি আইনজীবীর সাথে পরার্মশ করে আইনগত ব্যবস্থা নিবেন বলেও জানান।
এব্যাপারে এলজিইডি’র প্রকল্পের ডেপুটি টীম লিডার পারভেজ মুহিত জানান, ডিজাইন ডেভলফ কোম্পানী (ডিডিসি), এলজিইডি ও বিশ্ব ব্যাংক সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সনদ যাচাইয়ের পর সঠিকতা নিশ্চিত করে প্রকৌশলী ও কর্মকর্তাদের চাকুরি প্রদান করে থাকে। যদি কেউ প্রমাণ ছাড়া অভিযোগ করে তা হলে বুঝতে হবে অন্য উদ্দেশ্য নিয়ে অভিযোগ করা হয়েছে।