রবিবার, ৪ আগস্ট ২০১৯
প্রথম পাতা » চরফ্যাশন | জেলার খবর | ভোলা | মনপুরা | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাসনে ট্রলার ডুবির ঘটনায় ৬ জেলে উদ্ধার।।লালমোহন বিডিনিউজ
চরফ্যাসনে ট্রলার ডুবির ঘটনায় ৬ জেলে উদ্ধার।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,ভোলা প্রতিনিধি :
চরফ্যাশনের বঙ্গোপসাগর মোহনায় ট্রলার ডুবির চার ঘন্টা পর নিখোঁজ ৬ জেলেকে উদ্ধার করা হয়েছে।
গতকাল রোববার দুপুর দেড়টার দিকে তাদের উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া জেলেদের মধ্যে প্রাথমিকভাবে গনি মাঝি ও ইব্রাহিম মাঝির নাম জানা গেছে।
ঢালচরের মৎস্য আড়তদার শাহে আলম জানান, সকাল ৯টার দিকে ঢালচরের ইব্রাহিম ও গনিসহ ৬ জেলে বঙ্গোপসাগরে মাছ শিকারে যান। এ সময় সাগর মোহনার পয়ষট্রি চর নামক এলাকায় হঠাৎ উত্তাল ঢেউয়ের তোড়ে তাদের ট্রলার ডুবে যায়।
খবর পেয়ে ঢালচর থেকে তৈয়ব, হান্নান ও রবিউল মাঝির ৩টি ট্রলার গিয়ে জেলেদের উদ্ধার করে।