শনিবার, ৩ আগস্ট ২০১৯
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | তজুমদ্দিন | বরিশাল | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » ভোলার তজুমদ্দিনে শিশুর লাশ উদ্ধার।। লালমোহন বিডিনিউজ
ভোলার তজুমদ্দিনে শিশুর লাশ উদ্ধার।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, তজুমদ্দিন প্রতিনিধি : ভোলার তজুমদ্দিনে পার্থ মজুমদার (৮) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে তজুমদ্দিন থানা পুলিশ।
শুক্রবার (২ আগষ্ট) সন্ধ্যায় উপজেলার শম্ভূপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।থানা পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের শিবপুর গ্রামের ডাক্তার বাড়ির বিকাশ চন্দ্র মজুমদারের স্ত্রী দীপা রাণী মজুমদার দুপুরের খাবার শেষে তার দুই সন্তান নিয়ে ঘুমাতে যায়। এক পর্যায়ে বড় ছেলে পার্থ মজুমদার (৮) হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ভগবানের কৃপা পাওয়ার জন্য তাকে পাশ্ববর্তী মন্দিরে নিয়ে যায় তার মা দীপা রাণী মজুমদার।পরে ওইদিন সন্ধ্যার দিকে মারা যায় পার্থ মজুমদার।রাতে সংবাদ পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে লাশের ময়না তদন্তের জন্য ভোলা মর্গে প্রেরণ করেন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তজুমদ্দিন থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেন। মামলা নং ০৪। নিহতের গলার দুই পাশে দাগের চিহ্ন রয়েছে বলেও জানান পুলিশ।তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ ফারুক আহম্মদ বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত বলা যাচ্ছেনা এটি হত্যা না অন্য কিছু।