শুক্রবার, ২ আগস্ট ২০১৯
প্রথম পাতা » অপরাধ | চরফ্যাশন | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাসনে দুই মাদক বিক্রেতা আটক।। লালমোহন বিডিনিউজ
চরফ্যাসনে দুই মাদক বিক্রেতা আটক।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, চরফ্যাসন প্রতিনিধি : ভোলার চরফ্যাসন পৌরসভা ৩নং ওয়ার্ড এলাকা থেকে মো.নুরু ওরফে গুজা নুরু(৪৫) ও রাকিব ফরাজী(৩৫) নামের দুই মাদক বিক্রেতাকে ১৮ পিচ ইয়াবাসহ আটক করে পুলিশ।
গত ১ আগষ্ট (বৃহম্পতিবার) রাতে চরফ্যাসন পৌরসভা ৩নং ওয়ার্ডস্থ নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।
আটক নুরু ওরফে গুজা নুরু চরফ্যাসন পৌরসভা ৩নং ওয়ার্ডের মৃত আঃ হক ফরাজীর ছেলে এবং রাকিব ফরাজী একই এলাকার বেলায়েত হোসেনের ছেলে।
চরফ্যাসন থানার অফিসার ইনচার্জ (ওসি)মো. সামসুল আরেফিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চরফ্যাসন থানার উপ-পরিদর্শক(এসআই)মো.আজিজুর রহমানের নেতৃত্বে চরফ্যাসন পৌরসভা ৩নং ওয়ার্ডে অভিযান চালিয়ে নুরু ও রাকিবকে তাদের নিজ বাড়ি থেকে ১৮পিচ ইয়াবাসহ আটক করা হয়।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে বলে ওসি জানান।