রবিবার, ১৯ জুলাই ২০১৫
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে ঈদ উৎসবের নানা আয়োজনে –এমপি শাওন
লালমোহনে ঈদ উৎসবের নানা আয়োজনে –এমপি শাওন
লালমোহন বিডিনিউজ ডেস্ক :পবিত্র ধর্মীয় উৎসব ঈদুল ফিতরকে কেন্দ্র করে লালমোহনে নানা আয়োজনে ভোলা ৩(লালমোহন –তজুমদ্দিন)আসনের এমপি আলহাজ্ব নুরুননবী চৌধুরী শাওন । সারারাত লালমোহনের বিভিন্ন এলাকায় ঘুরিঘুরি বৃষ্টি হয়েছে। সকালেও অধিকাংশ এলাকায় বৃষ্টি চলছিলো। এই বৃষ্টির মধ্যেই ছেলে-বুড়ো সবাইকে নিয়ে লালমোহনের মানুষের বহদীনের সপ্ন সম্পূর্ন কমপিলিট হওয়া সেই কেন্দ্রীয় ঈদ গাহ উদ্বোদন করে ঈদের জামায়াতে শরিক হন এমপি আলহাজ্ব নুরুননবী চৌধুরী শাওন , জামায়াত শেষে পরষ্পর কোলাকুলি, ঈদ মোবারক, সালাম বিনিময় ও গরীবদের মধ্যে টাকা বন্টনের মধ্যেই চলছে ঈদ আনন্দ । সকাল ১১ টার পরথেকেই শুরূ হয়েছে তার বাসায় রাজনীতীবিদ সাংবাদিক ,দলীয় কর্মী ,গরীব দুখী সহ বিভিন্ন লোকজনের খাবারের আয়োজন । দুপুর ৩টায় লালমোহন সরকারী সাহবাজ পুর কলেজ মাঠে খেলার আয়োজন ও বিকেলে লালমোহন বিডি নিউজ ডটকম অনলাইন প্রতিকা উদ্বোদন সহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠনেও মতবিনিময় করেন, প্রতিবারের ন্যায় এবারও তিনি নিজে এলাকায় উপস্থিত রয়েছেন আগামীকাল ও বিভিন্ন আয়োজন রয়েছে ।