বুধবার, ৩১ জুলাই ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | মুক্তমত | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » ডেঙ্গু প্রতিরোধে লালমোহনে সচেতনতামূলক র্যালী।। লালমোহন বিডিনিউজ
ডেঙ্গু প্রতিরোধে লালমোহনে সচেতনতামূলক র্যালী।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : সারাদেশের ন্যায় ভোলার লালমোহনে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যালী ও সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ জুলাই) সকাল ১১টায় লালমোহন পৌর আওয়ামীলীগ ও সহযোগি অঙ্গ সংগঠনের উদ্যোগে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে থেকে একটি র্যালী বের হয়ে বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
র্যালী পরবর্তী লালমোহন বাজার চৌরাস্তায় এক পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে সকলের সহযোগিতা ও সচেতনতা প্রয়োজন। যার যার বাড়ির আঙ্গিনাসহ সকল জায়গা পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। পরিত্যাক্ত ফুলের টব, দই বা মিষ্টির হাঁড়িসহ যেকোন পাত্রে দীর্ঘদিন পানি জমিয়ে রাখা যাবেনা। আমরা সচেতন হলেই ডেঙ্গু থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব।
এসময় উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) দিদারুল ইসলাম অরুণ, পৌর আওয়ামীলীগ সভাপতি ফখরুল আলম হাওলাদার, লালমোহন পৌর ৪নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান খোকন, ৭নং ওয়ার্ড কাউন্সিলর জাহিদুল ইসলাম নবীন, ৩নং ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদ প্রমুখ।