মঙ্গলবার, ৩০ জুলাই ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | ঢাকা | বরিশাল | বিভাগের খবর | রাজধানী | লালমোহন | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » ডেঙ্গু আক্রান্ত হয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিবের স্ত্রীর মৃত্যু।। লালমোহন বিডিনিউজ
ডেঙ্গু আক্রান্ত হয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিবের স্ত্রীর মৃত্যু।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রাণালের হেলথ ইনোনিক্স ইউনিটের উপপরিচালক (উপসচিব) ড. নুরুল আমিনের স্ত্রী ফারজানা হোসেন টুকুর (৪০) মৃত্যু হয়েছে। (ইন্না লিল্লাহে ও ইন্না ইলাইহি রাজিউন)।
ফারজানা হোসেন টুকু ভোলার লালমোহন উপজেলার মরহুম হাজী মোখলেছুর রহমান এর নাতনী ও বাংলাদেশ সাইবার ক্রাইম আদালতের জজ শামস জগলুল হোসেন অরুন এর বোন।
স্বামীর সাথে রাজধানীর নিউ ইস্কাটন এলাকায় থাকতেন ফারজানা হোসেন টুকু।
সোমবার (২৯ জুলাই) রাত পৌনে ২টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. নাসিরউদ্দিন জানান, ফারজানা ডেঙ্গু রোগে আক্রান্ত ছিলেন। সোমবারই তিনি হাসপাতালে ভর্তি হন। পরে তাকে আইসিইউতে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।