শুক্রবার, ২৬ জুলাই ২০১৯
প্রথম পাতা » বিবিধ » তজুমদ্দিনে মাদ্রাসা ছাত্রীকে ইভটিজিং: তিন ইভটিজার আটক।। লালমোহন বিডিনিউজ
তজুমদ্দিনে মাদ্রাসা ছাত্রীকে ইভটিজিং: তিন ইভটিজার আটক।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, তজুমদ্দিন প্রতিনিধি : ভোলার তজুমদ্দিনে মাদ্রাসা ছাত্রীদের কে ইভটিজিং করার অপরাধে তিন ইভটিজার যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে তাদেরকে জেল হাজতে প্রেরন করা হয়।
থানা সুত্রে জানা গেছে, উপজেলার খাশেরহাট শিবপুর মহিলা আলিম মাদ্রাসা ৮ম, ৯ম ও ১০ম শ্রেনীর তিনছাত্রী বৃহস্পতিবার দুপুরে মাদ্রাসা ছুটির পর বাড়ী ফেরার সময় খাশেরহাটের পূর্বপাশে মেঘনা বাজার এলাকায় পৌছুলে তিন যুবক তাদের গতিরোধ করে বাজে আচরন করে। ওই ছাত্রীদের ডাক চিৎকারে পাশ্ববর্তী লোকজন ছুটে এসে মোটরসাইকেলসহ তিন যুবককে আটক করে। পরে পুলিশ সংবাদ পেয়ে তাদের থানায় নিয়ে আসে। আটককৃতরা হলো, লালমোহন উপজেলার ধলী গৌরনগর ইউনিয়নের পূর্ব চতলা গ্রামের ৪ নং ওয়াডের মোঃ সেলিমের কলেজ পড়ুয়া ছেলে মোঃ রিয়াজ (১৮), একই এলাকার মোঃ আলীর স্কুল পড়–য়া ছেলে মোঃ মহিন (১৭), তজুমদ্দিনের চাদপুর ইউনিয়নের দড়িচাদপুর গ্রামের ৯ নং ওয়ার্ডের শাহজাহানের ছেলে মোঃ সাদ্দাম (২৫)। পুলিশের তদন্ত শেষে ছাত্রীর পিতা বাদী হয়ে রাতে মামলা দায়ের করলে কোটের মাধমে তির যুবককে জেল হাজতে প্রেরণ করা হয়। মামলা নং ১০, তারিখ ২৫/০৭/২০১৯ ইং ।