বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | মুক্তমত | লালমোহন | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » ভোলায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান।। লালমোহন বিডিনিউজ
ভোলায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ভোলা প্রতিনিধি : “নিজ আঙ্গিনা পরিস্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি” এই স্লোগানে ভোলায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা মূলক র্যালি, লিফলেট বিতরণ এবং পরিস্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু হয়েছে।
জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার (২৫ জুলাই) জেলা প্রশাসক কার্যালয় চত্তরে নিজে রাস্তার ময়লা আবর্জনা পরিস্কার করে ৭ দিনব্যাপী এই কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিক।
এসময় জেলা প্রশাসকের পাশাপাশি বক্তব্য রাখেন, সিভিল সার্জেন রথীন্দ্রনাথ মজুমদার, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক মাহামুদুল হক আজাদসহ বিভিন্ন সামাজিক ও সাংসাকৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ।
অতিথিবৃন্দ মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ উপলক্ষে সকলকে নিজ বাড়ি, অফিস আঙ্গিনা আশ-পাশের এলাকা সমূহের সকল ময়লা আবর্জনা মুক্ত রাখতে সকলের সহযোগীতা কামনা করেন।
এতে বিভিন্ন সরকারি বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করে।