বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০১৯
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » লালমোহন ইজিবাইকসহ দুধর্ষ চোর মঞ্জু আটক।। লালমোহন বিডিনিউজ
লালমোহন ইজিবাইকসহ দুধর্ষ চোর মঞ্জু আটক।। লালমোহন বিডিনিউজ
লালমোহন নিউজ ২৪ ডটনেট, নিজস্ব প্রতিবেদক : ভোলার লালমোহনের ২নং কালমা এলাকার দুধর্ষ চোর মঞ্জুকে চোরাই ইজিবাইকসহ (২২) আটক করেছে লালমোহন থানা পুলিশ।
বুধবার ভোরে উপজেলার মজম এলাকা থেকে তাকে আটক করা হয়।
থানা সূত্রে জানা যায়, উপজেলার কালমা ৫নং ওয়ার্ডের জডু বিশ^াস বাড়ির ইব্রাহিমের ইজিবাইক চুরি হয়। তার অভিযোগের ভিত্তিতে বুধবার ভোর রাতে অভিযান চালিয়ে মজম এলাকা থেকে সন্দেভাজন হিসেবে মঞ্জুকে আটক করে। এসময় তার স্বীকারোক্তি অনুযায়ী ইজিবাইক উদ্ধার করে পুলিশ।
এ ব্যাপারে লালমোহন থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-২৬, তারিখ-২৪ জুলাই ২০১৯ইং।
স্থানীয়রা জানায়, লালমোহন সদর ডাক অফিসের রানার মো. আবুল কাশেম (আবু) গাজীর ছেলে মো. মঞ্জু দীর্ঘদিন যাবৎ এলাকার সাধারণ মানুষের ঘর চুরিসহ মোবাইল ছিনতাইয়ে জড়িত ছিল। চুরিকৃত মালামাল নিয়ে মজম এলাকায় মঞ্জুর ভগ্নিপতি রুবেলের কাছে নিয়ে রাখত।
মঞ্জুর সাথে স্থানীয় সিরাজ মালের ছেলে মো. মানিকসহ গত কিছুদিন পূর্বে কালমা ৫নং ওয়ার্ড এলাকার মো. হাবিব মালের বসতঘর থেকে মোবাইল ও টাকা পয়সা, স্বর্ণাংকার চুরি করে নিয়ে যায়। পরে স্থানীয় আলমবাজারের খালেক ডালীর ছেলে খোকনের কাছে চুরিকৃত মোবাইল পাওয়া যায়। এসময় জিজ্ঞাসাবাদে খোকন জানায় মঞ্জু ও মানিক ওই মোবাইল তার কাছে বিক্রি করে।
স্থানীয়রা আরো জানায়, মানুষের ছাগল, হোন্ডাসহ যাবতীয় মালামাল চুরি করতো এ চক্রটি।