বুধবার, ২৪ জুলাই ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | তথ্যপ্রযুক্তি | বরিশাল | বিভাগের খবর | রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » ফেসবুক কোনো অ্যাকাউন্ট নেই মির্জা ফখরুলের।। লালমোহন বিডিনিউজ
ফেসবুক কোনো অ্যাকাউন্ট নেই মির্জা ফখরুলের।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট খুলে অসত্য বক্তব্য প্রচারের অভিযোগ ওঠেছে। মঙ্গলবার (২৩ জুলাই) প্রেস বিজ্ঞপ্তিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ অভিযোগ করেন।
ফখরুল বলেন, ‘আমি গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, আমার নামে আবারও একটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে বিভিন্ন বক্তব্য, মন্তব্য, মতামত প্রকাশ করা হচ্ছে। আমি অত্যন্ত স্পষ্টভাবে বলতে চাই যে, আমি কখনো কোনো ফেসবুক অ্যাকাউন্ট খুলিনি এবং আমার কোনো ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট নেই।’
তিনি বলেন, ‘এসব ভুয়া অ্যাকাউন্ট থেকে মতামতের সংগে আমার কোনো সংশ্লিষ্টতা নেই এবং এর কোনো দায়-দায়িত্ব আমার নেই। যারা এই ভুয়া অ্যাকাউন্ট খুলে আমার নামে ব্যবহার করছেন তারা অন্যায় ও অনৈতিক কাজ করছেন। আমি আশা করব এই জঘন্য কাজ থেকে তারা বিরত থাকবেন।’