মঙ্গলবার, ২৩ জুলাই ২০১৯
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » থানার ১০০গজ দুরে টিন কেটে দোকানঘর চুরি।। লালমোহন বিডিনিউজ
থানার ১০০গজ দুরে টিন কেটে দোকানঘর চুরি।। লালমোহন বিডিনিউজ
লালমোহনে বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : ভোলার লালমোহনে থানা ভবনের মাত্র ১০০গজ দুরের একটি দোকানের বেড়ার টিন কেটে চুরির ঘটনা ঘটেছে।
সোমবার (২২ জুলাই) গভীর রাতে লালমোহন পৌর শহরের থানা মোড় এলাকার পাবলিক লাইব্রেরী সংলগ্ন আল্লাহর দান চাকার দোকানে এ চুরির ঘটনা ঘটে।
জানা যায়, প্রতিদিনের মত সোমবার রাতেও দোকান বন্ধ করে বাসায় যান সামসুদ্দিন। ওই রাতের কোন একসময় দোকানঘরের বেড়ার টিন কেটে ভিতরে প্রবেশ করে চোর। দোকানে কোন টাকা পয়সা না পাওয়ায় মূল্যবান কিছু কাগজপত্র নিয়ে যায় এবং ব্যাপক তান্ডব চালায় চোরচক্র।
সামসুদ্দিন বলেন, সোমবার একটি বেসরকারি সংস্থা থেকে ৫০ হাজার টাকা ঋণ নিয়েছিলাম। আর ওইদিনই আমার মামা তিন লক্ষ ৪০হাজার টাকায় তার একটি মাইক্রো বিক্রি করেন। মনে হচ্ছে চোরচক্র ওই টাকার জন্যই দোকানে চুরির ঘটনা ঘটিয়েছে।
এদিকে ব্যস্ততম সড়ক আর থানা থেকে মাত্র ১০০গজের ভিতরে এমন চুরির ঘটনায় আতঙ্কিত স্থানীয় ব্যবসায়ীরা।