সোমবার, ২২ জুলাই ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | তথ্যপ্রযুক্তি | বরিশাল | বিভাগের খবর | বোরহানউদ্দিন | মুক্তমত | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে জলবায়ু ফোরামের সংলাপ।। লালমোহন বিডিনিউজ
বোরহানউদ্দিনে জলবায়ু ফোরামের সংলাপ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিনে জলবায়ূ ফোরাম এর আয়োজনে নাগরিক সমাজের পর্যবেক্ষণ ও করণীয় বিষয়ক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
জলবায়ূ সহায়ক উন্নয়ন প্রকল্পের উপর ওই সংলাপটি এলজিইডি অফিসের হলরুমে অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রকৌশলী শ্যামল কুমার গাইন প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। প্রধান অতিথি হিসেবে তিনি বলেন, মধ্য হাসান নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম আশ্রয় কেন্দ্র ও সংযোগ সড়ক নির্মিত হলে প্রাকৃতিক দূর্যোগকালীন সময় বিশেষ করে ঘূর্ণিঝড়, সাইক্লোন, বন্যা ও বজ্রপাতের সময় নিরাপদ আশ্রয় স্থল হিসেবে ভবনটি স্থানীয় জনগণ ব্যবহার করতে পারবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন জলবায়ূ ফোরাম এর সভাপতি ইশরাত জাহান বনি। সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, সিএফ টি এম প্রকল্পের প্রগ্রাম অফিসার রাজিব ঘোষসহ স্থানীয় সংবাদকর্মীবৃন্দ।