বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০১৫
প্রথম পাতা » ফটোগ্যালারী | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহন বদরপুরের উন্নয়নকে, নিজের দায়িত্বে নিলেন - এমপি শাওন
লালমোহন বদরপুরের উন্নয়নকে, নিজের দায়িত্বে নিলেন - এমপি শাওন
লালমোহন বিডিনিউজ ডেস্ক :লালমোহন উপজেলার আওয়ামীলীগের অধ্যষ্যিত এলাকা হিসেবে পরিচিত বদরপুর ইউনিয়নকে নিজ এলাকা হিসেবে ঘোষনা দিলেন এমপি শাওন। গতকাল বিকেল ৩ টায় বদরপুরের চরটিটিয়া দারুছুন্নাৎ দাখিল মাদ্রাসা মাঠে চরটিটিয়া গ্রামে বিদ্যূত সংযোগ লাইন উদ্বোধন করতে গিয়ে এলাকার নেতাকর্মীদের দাবির প্রেক্ষিতে ভোলা-৩ লালমোহন ও তজুমদ্দিনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিতে গিয়ে বলেন, বদরপুরের মানুষ আমাকে মনে প্রানে ভালোবাসে । আর আমিও তাদের ভালোবাসার টানে এই ইউনিয়ন কে আমার নিজ এলাকা (জন্মস্থানের মত) করে নিলাম। তিনি আরো বলেন আমি ইতিপূর্বে এখানে আমার নামে কলেজ প্রতিষ্ঠা সহ , রাস্তাঘাট, ব্রীজ, কালভার্ট নির্মান করেছি। এরই মধ্যে বদরপুরের অনেক এলাকা বিদ্যূতায়ন করেছি। তিনি অনুষ্ঠানে বদরপুরের জন্য আরো অতিরিক্ত ১৪ কিলো মিটার নতুন বিদ্যুত লাইন নির্মানের ঘোষনা দেন।এছাড়াও তিনি ঝড়ে ভেঙ্গে যাওয়া মাদ্রসা ঘর সংস্কারের জন্য নিজে ৫০ হাজার, উপজেলা চেয়ারম্যান ২৫ হাজার ও ইউপি চেয়ারম্যান ২০ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রতি দেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও নূরুন্নবী চৌধুরী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি আঃ মালেক, যুগ্ন- সম্পাদক দিদারুল ইসলাম অরুন, বদরপুরের চেয়ারম্যান জাফর আহমেদ , ভোলা- পল্লী বিদ্যুত সমিতির ডিজিএম সঞ্জিব কুমার মন্ডল, পল্লী বিদ্যুত গ্রাহক সমিতির সভাপতি কামাল ফরাজী , উত্তরের সভাপতি মোস্তফা মিয়া, সম্পাদক ফরহাদ মিয়া, দক্ষিনের সভাপতি ফরিদউদ্দিন তালুকদার, উপজেলা যুবলীগ সহ-সভাপতি মিজানুর রহমান লিপু, উপজেলা ছাত্রলীগ সভাপতি জাকির বিশ্বাস,বদরপুর উত্তর যুবলীগ সভাপতি আকবর হোসেন,প্রভাষক রিপন শান সহ ইউনিযন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সেকান্দর হাওলাদার, আওয়ামীলীগ নেতা সত্তার খলিফা, যুবলীগ নেতা জামাল ফলিফা, ৫ নংওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আঃ রব খাঁ,বিভিন্ন ওয়ার্ড ইউপি মেম্বার, যুবলীগ, ছাত্রলীগ ইউনিয়ন সভাপতি/সম্পাদক সহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী সহ এলাকার নেতাকর্মী বিন্দু।এছাড়াও এমপি শাওন গতকাল কালমার বালুরচর আমানউল্ল্যাহ চৌমুহনী, চরলক্ষী শাহাবুদ্দিন হাওলাদার বাড়ী, চরভুতার হরিগঞ্জ বাদুর চৌমুহনী, রমাগঞ্জ সহ বিভিন্ন এলাকায় প্রায় ২০ কিলোমিটার নতুন বিদ্যূত সংযোগ লাইন উদ্ভোধন করেন।