শুক্রবার, ১৯ জুলাই ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | ধর্ম-কর্ম | বরিশাল | বিভাগের খবর | রাজধানী | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » সাংসদ শাওনের পিতার রূহের মাগফিরাত কামনায় ঢাকায় দোয়া ও মিলাদ মাহফিল।। লালমোহন বিডিনিউজ
সাংসদ শাওনের পিতার রূহের মাগফিরাত কামনায় ঢাকায় দোয়া ও মিলাদ মাহফিল।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : ভোলা-৩ আসনের সাংসদ আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওনের পিতা বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক সদ্য প্রয়াত হাজী নুরুল ইসলাম চৌধুরীর রূহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ জুমআ রাজধানীর মগবাজারস্থ নয়াটোলা মধুবাগ মাঠ সংলগ্ন এ ইউ এন মডেল কামিল মাদ্রাসায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে মরহুমের জীবন ও কর্মের উপর আলোকপাত করে মরহুমের রূহের মাগফেরাত করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এমপি।
দোয়া ও মিলাদ মাহফিলে সদ্যপ্রয়াত পিতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি ।
উল্লেখ্য, মরহুম আলহাজ্ব নুরুল ইসলাম চৌধুরী নয়াটোলা এ ইউ এন মডেল কামিল মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে সফল ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। গত ১০ জুলাই ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।