বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | তথ্যপ্রযুক্তি | বরিশাল | বিভাগের খবর | মুক্তমত | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা।। লালমোহন বিডিনিউজ
লালমোহনে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : “মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি” প্রতিপাদ্যে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত করণের মধ্য দিয়ে ভোলার লালমোহনে সপ্তাহব্যাপি জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১০টায় লালমোহন উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকেন একটি র্যালীে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা চত্তরে এসে শেষ হয়।
পরে উপজেলা উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ।
অবরোধের সময়ে মাছ ধরা, নদী ও খালে কারেন্ট জালসহ বিভিন্ন নিষিদ্ধ জাল ব্যবহারে বিরত থাকতে স্থানীয় জেলেদের প্রতি আহ্বান জানান বক্তারা।
পরে লালমোহন উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা) মাসুমা বেগম, উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসার সুদীপ্ত মিশ্র, উপজেলা সমবায় অফিসার ও উপজেলার বিভিন্ন এলাকার মৎস্যজীবীরা।