বুধবার, ১৭ জুলাই ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » পরিবেশের ভারসাম্য ঠিক রাখতে হলে বৃক্ষরোপণের বিকল্প নাই- সাংসদ শাওন।। লালমোহন বিডিনিউজ
পরিবেশের ভারসাম্য ঠিক রাখতে হলে বৃক্ষরোপণের বিকল্প নাই- সাংসদ শাওন।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, সালাম সেন্টু : পরিবেশের ভারসাম্য ঠিক রাখতে হলে বৃক্ষরোপণের কোন বিকল্প নেই। অন্যদিকে ফলদ বৃক্ষ রোপণ করে পরিবারের আমিষের চাহিদাও পূরণ করা সম্ভব বলে মন্তব্য করেছেন ভোলা-৩ আসনের সাংসদ নুরুন্নবী চৌধুরী শাওন।
বুধবার সকালে লালমোহন উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৩ দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধনকালে সাংসদ শাওন একথা বলেন।
তিনি বলেন, নদী সমুদ্র উপকুলবর্তী এলাকার মানুষ আমরা। আমাদের কে প্রতিনিয়ত ঝড় বৃষ্টি আইলার সাথে যুদ্ধ করে বেঁচে থাকতে হয়। জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্রে পানি বৃদ্ধি ঘটছে। গাছ আমাদের কে জলবায়ু পরিবর্তন ও ঝড় বন্যা থেকে বাঁচতে বৃক্ষরোপণ আমাদের জন্য অতীব প্রয়োজনীয়।
এর আগে ফলদ বৃক্ষ মেলা উপলক্ষে একটি বর্নাঢ্য র্যালী বের হয়ে উপজেলা পরিষদের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পরিষদ চত্ত্বরে এসে শেষ হয়।
উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, ওসি মীর খায়রুল কবীর, উপজেলা কৃষি কর্মকর্তা এএফএম শাহাবুদ্দিন প্রমুখ।