মঙ্গলবার, ১৬ জুলাই ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | ধর্ম-কর্ম | বরিশাল | বিভাগের খবর | মুক্তমত | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » মরহুম হাজী নুরুল ইসলাম চৌধুরী স্মরণে মসজিদে মসজিদে দোয়া মোনাজাত।।লালমোহন বিডিনিউজ
মরহুম হাজী নুরুল ইসলাম চৌধুরী স্মরণে মসজিদে মসজিদে দোয়া মোনাজাত।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, সালাম সেন্টু :
ভোলা- ৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওনের পিতা সদ্য প্রয়াত বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী হাজী নুরুল ইসলাে চৌধুরীর রুহের মাগফেরাত কামনা করে লালমোহনের শহর গ্রাম পাড়া মহল্লার সকল মসজিদে মসজিদে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় বিশিষ্ট ব্যাক্তিবর্গের উদ্যোগে এ দোয়া মোনাজাত ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়।
লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের উদ্যোগে বালুরচর হালিমিয়া ক্বওমী মাদ্রাসা, আলী মিঝি বাড়ির দরজা ক্বওমী মাদ্রাসা, মারকাজুল উলুম ক্বওমী মাদ্রাসা, লালমোহন পৌর মেয়র এমদাদুল ইসলাম তুহিনের উদ্যোগে শামসুল উলুম ক্বওমী মাদ্রাসাসহ উপজেলার সকল মাদ্রাসা ও মসজিদে দোয়া মোনাজাত ও শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়।
বাংলাদেশ জমিয়াতুল মোদারেছিন লালমোহন শাখার উদ্যোগে মরহুম হাজী নুরুল ইসলাম চৌধুরী স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এদিকে ১৪ জুলাই (রবিবার) সাংসদ শাওনের বাসভবনে জেলার বিভিন্ন উপজেলার শতাধিক আলেম ও ওলামাদের উপস্থিতিতে বিশেষ দোয়া মোনজাতের আয়োজন করেন মরহুমের পরিবারবর্গ।
উল্লেখ্য, মরহুম হাজী নুরুল ইসলাম চৌধুরী উপজেলার শ্রেষ্ঠ বিদ্যাপিঠ লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। গত ১০মে ভোর ৪টায় ঢাকা ইউনাইটেড হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। ঢাকায় প্রথম ও দ্বিতীয় জানাযা শেষে ১২মে (শুক্রবার) লালমোহনে তৃতীয় ও শেষ জানাজা পরবর্তী মরহুমের প্রতিষ্ঠিত হাজী নুরুল ইসলাম চৌধুরী ক্বওমী মাদ্রাসা সংলগ্ন পারিবারিক কবরস্থানে তাঁকে শায়িত করা হয়। পিতার রুহের মাগফেরাত কামনা করে সকলের নিকট দোয়া চেয়েছেন সাংসদ নুরুন্নবী চৌধুরী শাওন।