মঙ্গলবার, ১৬ জুলাই ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | মুক্তমত | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনের মানুষের হৃদয়ে ঠাঁই করে নিয়েছেন ভাইস চেয়ারম্যান রিমন।। লালমোহন বিডিনিউজ
লালমোহনের মানুষের হৃদয়ে ঠাঁই করে নিয়েছেন ভাইস চেয়ারম্যান রিমন।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, মাকসুদুর রহমান পারভেজ: ভালবাসা দিয়ে শুধু রাজ্য নয়, বিশ্ব জয় করা সম্ভব। সম্ভব মানুষের হৃদয় জয় করা।
আর সে ভালবাসা দিয়েই লালমোহন উপজেলার সর্বস্তরের মানুষের হৃদয়ে ঠাঁই করে নিয়েছেন আবুল হাসান রিমন।
ছাত্রজীবন থেকে আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত রিমন লালমোহন উপজেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পেয়ে শুধু ছাত্রদের সাথেই নয় সকল শ্রেণীপেশার মানুষের সাথে সখ্যতা বজায় রেখে তাদের বিপদাপদে পাশে থাকার চেষ্টা করেছেন। রাজনৈতিক মাঠে নিজের কর্মদক্ষতা গুণে বর্তমানে লালমোহন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। সাংগঠনিক কর্ম দক্ষতা ও সততার গুণে স্থানীয় সাংসদ আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন’র আস্থাভাজন হয়ে উঠেছেন। মানুষ হিসেবে মানুষকে ভালবেসে নিজেও মানুষের ভালবাসায় সিক্ত হয়েছেন। তারই ফলশ্রুতিতে গত ৩১মার্চ অনুষ্ঠিত হওয়া লালমোহন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে দলীয় প্রার্থী বাছাইয়ে উপজেলার তৃণমূল কর্মীদের কাছ থেকে বিপুল ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান পদে শীর্ষে থাকেন তিনি। পরে স্থানীয় জনতার দেয়া বিপুল ভোটে জয়লাভ করেন রিমন। আর সৎ যোগ্য লোকের হাতে নেতৃত্ব তুলে দিতে পেরে মুগ্ধ এলাকাবাসী।
সূত্রে জানা যায়, নির্বাচনের আগে দেয়া প্রতিস্রুতি বাস্তবায়নের দিকেই নজর তাঁর। প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ণে তিনি। গ্রামগঞ্জ থেকে আসা নিরীহ ও বিপদগ্রস্ত মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে তাদের সুখ দুঃখের ভাগিদার হিসেবে সবসময় নিজেকে নিয়োজিত রাখছেন।
স্থানীয়রা বলেন, রিমনের তরুণ ও সৎ একজনকে জনপ্রতিনিধি হিসেবে পেয়ে আমরা গর্বিত। আল্লাহ আমাদের মনের আশা সম্মানজনক ভাবে পূরণ করেছে, শুকরিয়া আল্লাহর দরবারে।
সমাজ থেকে মাদক, জুয়া, নারী কেলেঙ্কারিসহ সকল অসামাজিক কর্মকান্ড নির্মুলে তাঁর জিরো টলারেন্সে সর্বমহলে ব্যাপক প্রশংসা কুঁড়িয়েছে। মাদকের সাথে সম্পৃক্ত যে কারো বিরুদ্ধে তিনি নূন্যতম আপোষ করেননি। বাল্য বিবাহ, ইভটিজিং সামাজিক ও নৈতিক অবক্ষয় রোধে তাঁর দৃঢ় অবস্থান সকলের ব্যাপক প্রশংসা অর্জন করবে বলে আশা করছেন সচেতন মহল।
একান্ত আলাপকালে আবুল হাসান রিমন বলেন, লালমোহনের মানুষ আমাকে ভালবাসা দিয়েছে, মূল্যবান ও পবিত্র ভোটে দিয়ে তাদের সেবা করার সুযোগ দিয়েছে। আমি আমার পুরো জীবন জনগণের কল্যাণে কাজ করে যাব ইনশাআল্লাহ।