রবিবার, ১৪ জুলাই ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | মুক্তমত | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » সাংসদ শাওনের পিতার মৃত্যুতে ভোলার বিশিষ্ট আলেমদের অংশগ্রহণে দোয়া মোনাজাত।। লালমোহন বিডিনিউজ
সাংসদ শাওনের পিতার মৃত্যুতে ভোলার বিশিষ্ট আলেমদের অংশগ্রহণে দোয়া মোনাজাত।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : দ্বীপজেলা ভোলা-৩ লালমোহন ও তজুমদ্দিন আসনের সংসদ সদস্য কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওনের পিতা বিশিষ্ট শিক্ষানুরাগী হাজী নুরুল ইসলাম চৌধুরীর রুহের মাগফিরাত কামনায় ভোলা জেলার বিশিষ্ট আলেমদের অংশগ্রহণে দোয়া মোনাজাতের আয়োজন করা হয়েছে।
রবিবার (১৪ জুলাই) বাদ আছর সাংসদ শাওনের লালমোহনের বাসভবনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে ভোলা জেলাধীন বিভিন্ন উপজেলার বিশিষ্ট আলেমগণ, বিভিন্ন ক্বওমী মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীসহ লালমোহন ও তজুমদ্দিন উপজেলার রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ব্যাক্তিবর্গ অংশগ্রহণ করে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন।
উল্লেখ্য, সাংসদ শাওনের পিতা হাজী নুরুল ইসলাম চৌধুরী গত ১০ জুলাই (বুধবার) ভোর ৪টায় ঢাকা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। পরে ১১ জুলাই (বৃহস্পতিবার) সকাল ১০টায় ঢাকা রমনা মধুবাগ স্কুল মাঠে প্রথম ও সাড়ে ১১টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হয়। পরে মরহমের মরদেহ ঢাকা থেকে সড়ক পথে লালমোহনে আনা হলে শুক্রবার বাদ জুমআ তৃতীয় ও শেষ জানাযা পরবর্তী মরকহুমের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।