রবিবার, ১৪ জুলাই ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিক্ষা | শিরোনাম | সর্বশেষ » জীবনে সফল হতে হলে পিতামাতাকে সম্মান করতে হবে-সাংসদ শাওন।। লালমোহন বিডিনিউজ
জীবনে সফল হতে হলে পিতামাতাকে সম্মান করতে হবে-সাংসদ শাওন।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : ভোলা-৩ লালমোহন ও তজুমদ্দিন আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাওন বলেছেন, জীবনে সফল হতে হলে পিতামাতাকে সম্মান করতে হবে।
রবিবার (১৪ জুলাই) সকালে নুরুন্নবী চৌধুরী মহাবিদ্যালয়ে সংক্ষিপ্ত সফরে কলেজের প্রতিষ্ঠাতা নুরুন্নবী চৌধুরী শাওন এমপি অধ্যরণরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তাঁর সদ্যপ্রয়াত পিতা বিশিষ্ট শিক্ষাবিদ ও আলহাজ্ব নুরুল ইসলাম চৌধুরী কে স্মরণ করে বক্তব্যে একথা বলেন।
শাওন বলেন, আমার প্রয়াত পিতা আলহাজ্ব নুরুল ইসলাম চৌধুরী এদেশের একজন মেধাবী মানুষ ছিলেন। ছাত্রজীবনে তাঁর করা রেকর্ড আজকের দিনের যে কোনো ছাত্র ছাত্রীর জন্যই অনুকরণীয় আদর্শ হতে পারে। সততা, ব্যক্তিত্ব, দেশপ্রেম, ধর্মপরায়নতা মানবিক সবগুণেই তিনি ছিলেন গুণান্বিত। তোমরা তোমাদের পিতামাতাকে কখনোই কষ্ট দেবে না। তাদের আদেশ নির্দেশ মেনে চলবে । আমাদের প্রিয়নবী ( সা:) ও আল্লাহর পরে মা বাবাকে সম্মান করার তাগিদ দিয়েছেন ।
এসময় কলেজটি এমপিওভুক্তির সম্ভাব্য সুসংবাদ দিয়ে সাংসদ শাওন কলেজের প্রত্যেক শিক্ষককে পাঠদানে এবং দায়িত্বপালনে অধিকতর মনোযোগী হওয়ার আহবান জানান ।
এসময় উপস্থিত ছিলেন, নুরুন্নবী চৌধুরী মহাবিদ্যালয়ের সম্মানীয় সভাপতি নুরুল আমিন চৌধুরী ও মিসেস নুরুল আমিন চৌধুরী , অধ্যক্ষ ও লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ, লালমোহন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) দিদারুল ইসলাম অরুণ, সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম রিপন, ভাইস-চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সম্পাদক আবুল হাসান রিমনসহ নুরুন্নবী চৌধুরী মহাবিদ্যালয়ের সকল প্রভাষকগণ উপস্থিত ছিলেন।
এর আগে সকালে দেবিরচর বাজার কেন্দ্রীয় মসজিদে নুরুন্নবী চৌধুরী মহাবিদ্যালয়ের আয়োজনে সদ্যপ্রয়াত আলহাজ্ব নুরুল ইসলাম চৌধুরীর রুহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল, দোয়া মোনাজাত ও এতিম শিশুদের সাথে প্রীতিভোজে অংশগ্রহণ করেন নুরুন্নবী চৌধুরী শাওন।